বোরহান উদ্দীন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম-বিয়েই রেশমার নেশা

অভিযুক্ত রেশমা। ছবি : কালবেলা
অভিযুক্ত রেশমা। ছবি : কালবেলা

রেশমা বেগম। বেসরকারি একটি ব্যাংকে কর্মরত। রূপসী নারী। সেই রূপ-লাবণ্যের ফাঁদে ফেলে প্রেম, বিয়ে, হানিমুন এবং প্রতারণাই যার নেশা আর পেশা। ফাঁদে ফেলে বিয়ের পর নানা অজুহাতে মোটা অংকের টাকা দাবি করেন তিনি। টাকা না দিলেই মামলা এবং তালাক যেন রেশমার নিত্যদিনের ঘটনা।

স্কুলজীবন থেকেই রেশমা এলাকায় সুপরিচিত সুন্দরী হিসেবে। স্কুল থেকেই এলাকায় তার প্রেম-ভালোবাসার আলোড়ন। এরপর ঢাকায় আসা। ঢাকায় এসেও সেই পথেই হাঁটা শুরু তার। সুন্দরী রেশমার টার্গেট টাকাঅলা কিংবা প্রবাসী ব্যক্তি।

প্রথমে চোখাচুখি, মাখামাখি। তারপর প্রেমের সম্পর্কে জড়িয়ে সর্বস্বান্ত করে দিয়ে কেটে পড়া অথবা ওই প্রেমিকের নামে বদনাম ছড়িয়ে হেনস্তা করাই ছিল রেশমার কাজ। এই প্রতিবেদকের হাতে এসেছে রেশমার দুটি তালাকনামার কপি। যার একটি রেশমা দিয়েছেন প্রবাসী মুনসুর নামের এক যুবককে। অন্যটি আরেক প্রবাসী স্বামী আবুল কাশেম দিয়েছেন রেশমাকে।

আবুল কাশেমের স্বজনরা জানান, রেশমা তাদের সঙ্গে অনেক প্রতারণা করেছেন। না বুঝে তার সঙ্গে তাদের ছেলের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করেছেন তারা। এ ছাড়া রেশমা তাদের কাছ থেকে অনেক টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ।

রেশমার বাড়ি ভোলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের শ্রীমতি গ্রামে। জানা যায়, ২০১১ সালে রেশমা প্রবাসী মুনসুরকে বিয়ে করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে ২০১৬ সালে তালাক দেন। আরেক প্রবাসী স্বামী আবুল কাশেমের টাকা হাতিয়ে নেওয়ায় পর উল্টো তার বিরুদ্ধে মানবপাচার ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনালে দুটি মামলা করে। আদালত মামলাটি তদন্ত করতে দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তবে দুটি মামলার কোনো সত্যতা নেই বলে আদালতে রিপোর্ট দেয় পিবিআই।

কাগজে-কলমে দুটি বিয়ের সন্ধান পেলেও রেশমার পরকীয়া প্রেমের ঝুলি বেশ ভারী। রেশমার দ্বিতীয় স্বামী আবুল কাশেম জানান, বিয়ের পর তিনি জানতে পারেন তার স্ত্রীর আগে আরও দুটি বিয়ে হয়েছিল। আর তার সঙ্গে বিয়ের পর ছিল একাধিক পরকীয়া।

আবুল কাশেমের পরিবার জানায়, নানাভাবে রেশমা তাদের হয়রানি করছেন। হুমকি-ধমকি দিচ্ছেন মামলার।

এসব অভিযোগের বিষয়ে কথা হয় রেশমার সঙ্গে। রেশমা কালবেলাকে জানান, তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। স্বামীকে তালাক দেওয়ার পর সে আবারও তাকে নিতে চায়। প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানি করা হচ্ছে বলে জানান রেশমা।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, তদন্তে প্রবাসী আবুল কাশেমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X