ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৬:২৭ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন নজরুল ইসলাম দুলাল ও আব্দুল আলিম নিজামী। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন নজরুল ইসলাম দুলাল ও আব্দুল আলিম নিজামী। ছবি : কালবেলা

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স লিমিটেড ও দৈনিক কালবেলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল ও খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী।

শনিবার (১৮ মে) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার, খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন।

আগামী ৫ এপ্রিল সংসদ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদারের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী রইল না। গত ১৬ মার্চ সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি শূন্য হয়।

এদিকে শনিবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান এবং তার নির্দেশনার প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় প্রতীক নৌকার প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের পরপরই জেলাজুড়ে প্রশংসায় ভাসছেন জেলার পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল। শৈলকুপার মানুষসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নজরুল ইসলাম দুলালের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে এই মহৎ সিদ্ধান্তের ঘটনা।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল জানান, শৈলকুপার মানুষকে ভালো রাখতে এবং সকল প্রকার হানাহানি, মারামারি, রক্তপাত হত্যাযজ্ঞ মুক্ত শৈলকুপা বিনির্মাণে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তার সেই সিদ্ধান্ত ও নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং নৌকার দলীয় প্রার্থীকে সমর্থন জানালাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

১০

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১২

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৫

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৬

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৮

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

২০
X