ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে লক্কড়ঝক্কড় দেশে পরিণত করেছে আ.লীগ : প্রিন্স

ময়মনসিংহে বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, লক্কড়ঝক্কড় বাস আর বাসের গরিব গরিব চেহারা দেখলে নাকি আওয়ামী লীগ নেতাদের লজ্জা লাগে। দুর্নীতি, লুটপাট করে, গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে তারা দেশটাকেই লক্কড়ঝক্কড় দেশে পরিণত করেছে।

রোববার (১৯ মে) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও বিকেলে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় প্রিন্স এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, টানেল বানালেই ধনী হয়ে যায় না। বরং এসব মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে কিছু লোক আঙুল ফুলে কলাগাছ হয়েছে। অথচ মানুষ দিন দিন গরিব থেকে গরিব হচ্ছে। মানুষের গরীবী চেহারা মেকআপ দিয়ে ধনী করা যায় না।

প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে দুর্নীতি, লুটপাট, অর্থপাচারসহ কেলেঙ্কারিকে আড়াল করার অপচেষ্টা করছে। অবাধ সাংবাদিকতায় বাধা দিয়ে সরকার চলমান অর্থনৈতিক সংকট, রিজার্ভের নিম্নগতি, অর্থনীতির বেহাল অবস্থাসহ নানা কেলেঙ্কারি ধামাচাপা দিতে চায়।

তিনি আওয়ামী লীগ নেতাদের পাল্টা প্রশ্ন করে বলেন, পৃথিবীর কোন সেন্ট্রাল ব্যাংক থেকে অর্থ লুটপাটের পর ধামাচাপা দেওয়া হয়? হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের টাকা সরিয়ে নেওয়ার পরও একমাস সেই সংবাদ ধামাচাপা দেওয়া হয়েছিল। সে কারণেই সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে যাবেন এবং খোঁজখবর রাখবেন। বরং সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া অপকর্ম আড়াল করার অপচেষ্টা।

তিনি বলেন, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সরকারের সাজানো পাতানো ডামি নির্বাচন। জনগণ প্রথম ধাপের উপজেলা নির্বাচন বর্জন করে সরকারের সাজানো পাতানো ফাঁদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। পরবর্তী সকল ধাপের নির্বাচনও বর্জন করে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে।

সকালে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে ফুলবাড়িয়া বাজারে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এবং বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন ।

ফুলবাড়িয়ার সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, জাকির হোসেন খান বাপ্পী, কামরুজ্জামান মীর আজাদ, শাহীনুর মল্লিক জীবন, উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারকারী শাহ আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, মাহবুব আলম সেলিম, শাজাহান শিকদার প্রমুখ এবং ত্রিশাল উপজেলার মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি আলেক চাদ দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আবদুল মতিন, আবদুল আউয়াল ফরাজী, আনিসুজ্জামান মৃধা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্ধী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১০

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১১

বাস উল্টে নিহত ২

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৩

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৪

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১৫

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১৬

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৭

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১৮

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৯

জামায়াতের প্রার্থীকে শোকজ

২০
X