ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে লক্কড়ঝক্কড় দেশে পরিণত করেছে আ.লীগ : প্রিন্স

ময়মনসিংহে বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, লক্কড়ঝক্কড় বাস আর বাসের গরিব গরিব চেহারা দেখলে নাকি আওয়ামী লীগ নেতাদের লজ্জা লাগে। দুর্নীতি, লুটপাট করে, গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে তারা দেশটাকেই লক্কড়ঝক্কড় দেশে পরিণত করেছে।

রোববার (১৯ মে) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও বিকেলে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় প্রিন্স এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, টানেল বানালেই ধনী হয়ে যায় না। বরং এসব মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে কিছু লোক আঙুল ফুলে কলাগাছ হয়েছে। অথচ মানুষ দিন দিন গরিব থেকে গরিব হচ্ছে। মানুষের গরীবী চেহারা মেকআপ দিয়ে ধনী করা যায় না।

প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে দুর্নীতি, লুটপাট, অর্থপাচারসহ কেলেঙ্কারিকে আড়াল করার অপচেষ্টা করছে। অবাধ সাংবাদিকতায় বাধা দিয়ে সরকার চলমান অর্থনৈতিক সংকট, রিজার্ভের নিম্নগতি, অর্থনীতির বেহাল অবস্থাসহ নানা কেলেঙ্কারি ধামাচাপা দিতে চায়।

তিনি আওয়ামী লীগ নেতাদের পাল্টা প্রশ্ন করে বলেন, পৃথিবীর কোন সেন্ট্রাল ব্যাংক থেকে অর্থ লুটপাটের পর ধামাচাপা দেওয়া হয়? হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের টাকা সরিয়ে নেওয়ার পরও একমাস সেই সংবাদ ধামাচাপা দেওয়া হয়েছিল। সে কারণেই সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে যাবেন এবং খোঁজখবর রাখবেন। বরং সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া অপকর্ম আড়াল করার অপচেষ্টা।

তিনি বলেন, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সরকারের সাজানো পাতানো ডামি নির্বাচন। জনগণ প্রথম ধাপের উপজেলা নির্বাচন বর্জন করে সরকারের সাজানো পাতানো ফাঁদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। পরবর্তী সকল ধাপের নির্বাচনও বর্জন করে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে।

সকালে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে ফুলবাড়িয়া বাজারে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এবং বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন ।

ফুলবাড়িয়ার সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, জাকির হোসেন খান বাপ্পী, কামরুজ্জামান মীর আজাদ, শাহীনুর মল্লিক জীবন, উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারকারী শাহ আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, মাহবুব আলম সেলিম, শাজাহান শিকদার প্রমুখ এবং ত্রিশাল উপজেলার মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি আলেক চাদ দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আবদুল মতিন, আবদুল আউয়াল ফরাজী, আনিসুজ্জামান মৃধা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

১০

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

১১

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১২

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১৩

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১৪

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৮

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৯

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২০
X