শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির আদলে কার্ড তৈরি করে ভেজাল পণ্য বিক্রি

শেরপুরে টিসিবির আদলে কার্ড তৈরি করে ভেজাল পণ্য বিক্রির সময় জব্দকৃত মালামাল। ছবি : কালবেলা
শেরপুরে টিসিবির আদলে কার্ড তৈরি করে ভেজাল পণ্য বিক্রির সময় জব্দকৃত মালামাল। ছবি : কালবেলা

শেরপুরে সরকারি ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) আদলে কার্ড তৈরি করে ভেজাল পণ্য বিক্রির অভিযোগে ‘My Shop’ নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজার মূল্যের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ কম মূল্যে প্রতারণার মাধ্যমে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ আটা, তেল, চিনিসহ নকল সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে জেলার শ্রীবরদী উপজেলার ধাতুয়া বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ওই অভিযান পরিচালনা করে। পরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় জরিমানা করা হয়। এছাড়াও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল জামান উপস্থিত হলে তাকে বিচারের আওতায় আনেন আদালত।

জব্দকৃত মালামালগুলো হলো ৪০০ কেজি নিম্নমানের ডাল, ৪০০ কেজি ভেজাল চিনি, ৮০০ লিটার ভেজাল সয়াবিন তেল, ৯৫০ কেজি মেয়াদোত্তীর্ণ আটা, ৩৫০ কেজি ভেজাল লবণ এবং ৩৬৩ কেজি নকল সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার। আটককৃত ভেজাল পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

জানা যায়, একটি চক্র অতি নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দ্রব্যমূল্য বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে- এমন অভিযোগে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এর অংশ হিসেবে শ্রীবরদী উপজেলাধীন গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির সময় বিক্রয় প্রতিনিধিসহ মালামাল জব্দ করে এনএসআই। এ সময় বিভিন্ন ভেজাল দ্রব্যমূল্যসহ প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিনিধি মো. হাসানকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) খবর দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যের মেয়াদ এবং উৎপাদন তারিখবিহীন নিম্নমানের খাদ্যপণ্য অসাধু পন্থায় বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা পণ্য জব্দ ও বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যারা করবে তাদের বিরুদ্ধে এ ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১০

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১১

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১২

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৩

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৫

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

১৭

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

১৮

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

১৯

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

২০
X