কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাক্তনদের নিয়ে পুনর্মিলনী

কয়রা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীতে অতিথিরা। ছবি : কালবেলা 
কয়রা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীতে অতিথিরা। ছবি : কালবেলা 

দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই শুরুতেই কুশল বিনিময়, বন্ধু কী খবর বল? চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয় জীবনের মজার স্মৃতির কথায়। নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সবুজ মাঠ।

মঙ্গলবার (১৮ জুন) ঈদুল আজহার পরের দিন অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী।

‘এক পরিবার একই মনন, বাঁধ ডিঙ্গিয়ে তাইতো আপন’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে সাবেক শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র‌্যালি ৪নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বিভিন্ন বাজারে প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি অনুষ্ঠানস্থল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কোরআন তেলোয়াত ও সাবেক ছাত্র সংগঠনের থিম সং বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় কয়রা সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শত শত প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। গান গল্প আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে একটি দিন।

মাদ্রাসা চত্বরে অ্যালামনাই অ্যাসেসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন শিক্ষার্থী বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য সাইফুল্লাহ আল মামুন, খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, পাইকগাছা উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান আ. ওহাব বাবলু ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. আলমগীর হোসেন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির প্রধান উপদেষ্টা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আ. মালেক। মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. ফরহাদ হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি এসএম জিয়াদ আলী, উত্তরচক কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোস্তফা আ. মালেক, মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী, মাদ্রাসার মাহফিল কমিটির সভাপতি কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউপি সদস্য আবু হাসান, পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির সদস্য সচিব এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাজান সিরাজ, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী অধ্যাপক গাউছুল আজমসহ আরও অনেকে।

আলোচনা শেষে ক্রেস্ট প্রদান, স্মরণিকা প্রকাশের পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকসহ সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

জানা গেল শহিদুল আলমের সবশেষ অবস্থা

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুমার দিন যে সময়ে দোয়া করলে আল্লাহ মনের চাহিদা পূরণ করেন

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

১০

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১১

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

১৩

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১৫

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

১৭

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

১৮

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১৯

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

২০
X