শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি যুবককে বিয়ে করে কুমিল্লায় মালদ্বীপের তরুণী

কুমিল্লার চৌদ্দগ্রামের জহির হোসেন ও তার স্ত্রী মালদ্বীপের বাসিন্দা সাই। ছবি : সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামের জহির হোসেন ও তার স্ত্রী মালদ্বীপের বাসিন্দা সাই। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের ৩৫ বছর বয়সী যুবক জহির হোসেন। ১০ বছর যাবৎ মালদ্বীপের রাজধানী মালে এসি ইলেকট্রনিক্স ব্যবসা-বাণিজ্য করে আসছেন তিনি। গত দুই বছর আগে তার প্রতিষ্ঠানে আসা-যাওয়ার মাঝে পরিচয় হয় মালদ্বীপ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন ম্যানেজার সাই (৩২) এর সঙ্গে।

ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের সুবাদে বিভিন্ন সময় জহির হোসেনের সঙ্গে সাইয়ের নিয়মিত সাক্ষাৎ হতো। পরবর্তীতে সাই নিজেই জহির হোসেনের মোবাইল নম্বর নিয়ে প্রায় সময় যোগাযোগ করত। এরইমাঝে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবসর সময়ে দু’জনে মালদ্বীপের বিভিন্ন পার্কে ঘুরতেও যেত।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের বিষয়টি সাই তার পরিবারকে জানায়। পরিবার খোঁজ-খবর নিয়ে কিছুদিন অতিবাহিত করে। পরে পরিবার মেয়ে সাইয়ের পছন্দকে অগ্রাধিকার দিয়ে ছেলে ব্যবসায়ী জহির হোসেনকে বাসায় আমন্ত্রণ জানায়। সেখানে জহির হোসেনের সঙ্গে সাইয়ের পিতা-মাতার পরিচয় হয় এবং খোঁজ-খবর নেন।

সাইয়ের পরিবার ব্যবসায়ী জহির হোসেনকে জিজ্ঞেস করেন- আমাদের মেয়ে তোমাকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়, তুমি রাজি কিনা। জবাবে জহির হোসেন এক বাক্যে রাজি হয়ে যায়। সেই সিদ্ধান্তে প্রেমের সম্পর্ক পরিণত হয় প্রণয়ে।

রোববার (১৬ জুন) মালদ্বীপের রাজধানী মালে অটোবি কমিউনিটি সেন্টারে সাইয়ের পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে ইসলামী শরিয়া মোতাবেক ৪ হাজার রুপি দেনমোহরে তাদের বিয়ে হয়। ১৯ জুন তারা দু’জনে মালদ্বীপ থেকে ঢাকায় পৌঁছেন। জহির হোসেন তার মা-বাবাকে খুশি করার জন্য দীর্ঘ ১০ বছর পর ২০ জুন বিদেশি নববধূকে নিয়ে হেলিকপ্টরযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। জহির পার্শ্ববর্তী সাতবাড়িয়া গ্রামের মাহবুব আলমের তৃতীয় ছেলে।

এদিকে বিদেশি নববধূ ও ব্যবসায়ী জহির হোসেন হেলিকপ্টারে আসছেন- এমন খবরে আশপাশের উৎসুক জনতা কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় করেন। হেলিকপ্টার থেকে নামার পর জহির হোসেন নববধূ সাইকে নিয়ে প্রাইভেটকারে করে নিজ বাড়িতে উপস্থিত হলে আশপাশের নারীরা বিদেশি নববধূকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন।

নববধূর আগমন উপলক্ষে ২১ জুন উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে সামিয়ানা টাঙিয়ে বিশাল প্যান্ডেল করে বৌ-ভাত অনুষ্ঠিত হয়। সেখানেও আগত অতিথি নারী-পুরুষরা নববধূকে এক পলক দেখতে ভিড় জমান। ব্যবসায়ী জহির হোসেনও প্যান্ডেলে খাওয়ার সময় আগত অতিথিদের নববধূ সাইকে পরিচয় করিয়ে দেন।

ব্যবসায়ী জহির হোসেন বলেন, দীর্ঘ ১০ বছর ধরে মালদ্বীপে এসি-ইলেকট্রনিক্স ব্যবসা পরিচালনা করছি। সেখানে গত দুই বছর আগে পরিচয় হয় মালদ্বীপের নাগরিক সাইয়ের সঙ্গে। একপর্যায়ে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়েতে আমার বাবা-মায়ের পাশাপাশি আত্মীয়স্বজনরাও খুশি।

নববধূ সাই বলেন, বাংলাদেশ সুন্দর একটি দেশ। আমার স্বামী জহির খুবই ভালো এবং তার বাবা-মাও অনেক ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০১৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১০

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১২

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৩

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৪

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৫

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৬

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৭

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৮

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৯

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

২০
X