পাঁচ বছর আগে রাজধানীর উত্তরা-পূর্ব থানার নাশকতার মামলায় বিএনপির ২২ নেতাকর্মীকে দুই বছর তিন মাসের সাজা দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দশজনের খালাস দেন আদালত।
দণ্ডিত উল্লেখযোগ্য আসমিরা হলেন- উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার, সহসভাপতি মোহাম্মদ খোকন মিয়া, উত্তরা পূর্ব থানা যুবদলের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে উত্তরা-পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয়। এরপর পুলিশ চার্জশিট দাখিল করে।
মন্তব্য করুন