

চট্টগ্রামে এক রাতে তিনটি পৃথক হত্যাকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনাগুলো চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় সংঘটিত হয়।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটার নাজের আহমদের ছেলে ও সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান (৪২), মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ এবং ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল মান্নান নিহত হন। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। নিহত আব্দুল মান্নান বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
অন্যদিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এনায়েতবাজারের কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের পর আকাশের কাছে টাকা বাকি রেখেছিল তার পরিচিত সানি। রাতে টাকা চাইতে গেলে আকাশ ও সানির মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সহযোগীদের সঙ্গে নিয়ে সানি আকাশকে বারবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির কোতোয়ালি থানার ওসি এম এ করিম জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। জড়িত তিনজনের মধ্যে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ খুন হন। বুধবার (১২ নভেম্বর) রাতে স্থানীয় কয়েকজন লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মাসুদ মারা যান।
মন্তব্য করুন