কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজের নিচে মিলল কারা হিসাবরক্ষকের মরদেহ 

মরদেহ শনাক্ত করছেন নিহতের স্বজন। ছবি : সংগৃহীত
মরদেহ শনাক্ত করছেন নিহতের স্বজন। ছবি : সংগৃহীত

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের হিসাবরক্ষক শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুন) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগিরে ধলেশ্বরী ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

কাশিমপুর মহিলা কারাগার সূত্রে জানা যায়, রোববার (১৬ জুন) রাতে কেন্দ্রীয় মহিলা কারাগারের হিসাবরক্ষক শহিদুল ইসলাম ঈদের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। আজ সোমবার (১৭ জুন) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগিরে ধলেশ্বরী ব্রিজের নিচ থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ সদরের আবুল হোসেনের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম কালবেলাকে বলেন, রোববার হিসাবরক্ষক শহিদুল ইসলাম ঈদের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে বের হয়ে যান। শহিদুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জে হলেও তার পরিবার বাস করতেন শহরের গঙ্গাধরা পট্টি এলাকায়। আজ সোমবার সকাল ৭টার দিকে পুলিশ মানিকগঞ্জ সব সদর উপজেলার জাগিরে ধলেশ্বরী ব্রিজের নিচ থেকে শহিদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, রোববার রাতে তিনি ঈদের ছুটিতে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা আজ সকালে থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। পরে উদ্ধারকৃত মরদেহের ছবি দেখালে স্বজনরা শহিদুল ইসলামকে শনাক্ত করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন জানান, পুলিশ সকালে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় তার মুখ ও চোখে জখমের চিহ্ন ছিল। নিহত শহিদুল ইসলামের স্ত্রী ও দুই কন্যা মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধর পট্টি এলাকায় বাস করতেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা বিএনপির

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ : ইশরাক হোসেন

পুরস্কার ভাগাভাগি নিয়ে মাচাদোকে নোবেল ফাউন্ডেশনের বার্তা

১০

নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জাইমা রহমান

১১

জম্মু কাশ্মীরে গোলাগুলি, ভারতের ৭ সেনা আহত

১২

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ, ইসির কড়া বার্তা

১৩

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

১৪

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার

১৫

যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক

১৬

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি

১৭

মাদকবিরোধী তৎপরতায় খেলাধুলা চমৎকার উপাদান : জহির উদ্দিন

১৮

নতুন মানচিত্রে অ্যান্টার্কটিকার বরফের নিচের অজানা পৃথিবী উন্মোচিত

১৯

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

২০
X