সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। অন্যদিকে বিক্ষোভ মিছিল ডেকেছে ছাত্রলীগ। পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোটাবিরোধীরা মিছিল করছিল। অন্যদিকে বিকেলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, যেহেতু আদালত থেকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, সেহেতু রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির যৌক্তিকতা নেই। রাস্তায় যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই আমরা সতর্ক অবস্থানে আছি।
এর আগে, গত ২, ৪, ৬ ও ১০ জুলাই কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ছাত্র সমাবেশ এবং কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন