শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৪:৪৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির হলে হলে পানি, অনেক এলাকা প্লাবিত

বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ড. শহীদুল্লাহ্ হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমনকি শহীদুল্লাহ্ হল ও মৈত্রী হলে শিক্ষার্থীদের কক্ষের ভিতর পর্যন্ত পানি উঠার মতো ঘটনাও ঘটেছে। ফলে শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকা, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ড. শহীদুল্লাহ্ হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও এর মাঠ, এফ রহমানের হল ও এর বর্ধিত ভবন শাহনেওয়াজ হোস্টেল, স্যার সলিমুল্লাহ মুসলিম হল, মাস্টারদা সূর্যসেন হল এবং কেন্দ্রীয় মাঠসহ ক্যাম্পাসের অধিকাংশ এলাকায় স্থানভেদে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয়েছে। বিশেষ করে, বঙ্গমাতা হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও এর আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গেলে বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। যার ফলে, হল দুটির ক্যান্টিন এবং অভ্যন্তরীণ দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো ভোগান্তির সৃষ্টি হয়। অবশেষে দুপুরের পর পানির পরিমাণ একটু কমতে থাকে।

বৃষ্টি চলাকালে শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী সোহানুর রহমান সোহান নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের হলের দুই নম্বর এক্সটেনশনের নিচতলার প্রত্যেকটি রুমের মধ্যে পানি ঢুকে গেছে, বাইরে গলা সমান পানি। এ ব্যাপারে জানাতে আমরা হল প্রভোস্ট স্যারকে ফোন দিয়েছি বেশ আগেই কিন্তু স্যার আমাদের ফোন ধরেননি। তাদেরকে এখনো কোনো পদক্ষেপ নিতে দেখিনি। পানিবন্দি হয়েই চলছে আমাদের জীবনযাপন।

ছবি : সলিমুল্লাহ মুসলিম হল

শাহজামাল সায়েম নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের শহীদুল্লাহ হলের এক্সটেনশন নীচ তলার গণরুমে থাকা প্রথম এবং দ্বিতীয় বর্ষের থাকার জায়গায় পানি উঠে গেছে। বারান্দার সামনে কোমর পানি। পানি থেকে বাঁচার জন্য সবাই সবার জিনিসপত্র নিয়ে দোতলায় উঠে গেছে। অনেকের অনেক জিনিসপত্র ভিজে গেছে। ওয়াশরুমগুলোতে যাওয়ার কোন পরিবেশ নেই। প্রতিবছর যখন বৃষ্টিপাত বেড়ে যায়, তখনই এই এক্সটেনশনের পানি উঠে যায়। জানি না এর সমাধান কর্তৃপক্ষ কবে দিতে পারবে।

তিনি আরও বলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল তা ভাবতেই গা শিউরে উঠছে! ‌‘ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ যুলুমবাজির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্য হয়ে এমন বস্তিবাসীর মতো জীবনযাপন করতে হচ্ছে। বস্তির লোকজনও তো এর চেয়ে অনেক ভালোভাবে দিনযাপন করে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই জুলুম-নির্যাতন আর কত?

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের এক শিক্ষার্থী বলেন, পুরো হল এলাকা ডুবে গেছে। ক্যান্টিন ও ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরেও পানি ঢুকেছে। একপর্যায়ে, হলের নিচতলার কক্ষগুলোতেও প্রায় হাঁটুসমান পানি উঠে যায়। ঘণ্টা খানেক পর অবশ্য একটু কমে যায়। হলে বিদ্যুৎ নেই, খাবার পানিও পাওয়া যাচ্ছেনা সেরকম।

ছবি : সলিমুল্লাহ মুসলিম হল

লটির আরেক শিক্ষার্থী বলেন, আজকে বৃষ্টির কারণে হলের টিভি রুম তলিয়ে সব জিনিসপত্র ভিজে গেছে। হলে খাবার পানি নেই, অনেক পোকামাকড়, মশা আর সাপের ভয়ে আছি আমরা এবং ওয়াশরুমের অবস্থা তো খুব খারাপ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা জানান, মৈত্রী হলের থেকে তুলনামূলক উঁচু হওয়ায় একটু কম পানি হলেও এই হলেও বিদ্যুৎ নেই। নীচ তলার কিছু রুমেও পানি প্রবেশ করেছে।

পানি নিষ্কাশনে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ড. শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাভেদ হোসেন বলেন, এভাবে হলের কক্ষে পানি উঠে যাওয়া আসলে নজিরবিহীন ঘটনা। ঢাকা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে আমাদের হলসহ পুরো এলাকাই এভাবে প্লাবিত হয়েছে। বিষয়টি নিয়ে যতটুকু সম্ভব আমরা কাজ করছি। এ ব্যাপারে সিটি কর্পোরেশনকেও জানানো হয়েছে।

ছবি: শহীদ সার্জেন্ট জহুরুল হক

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমরা সিটি কর্পোরেশনকে গত বছরই জানিয়েছিলাম ড্রেনগুলো ক্লিয়ার রাখতে। কিন্তু, এটা হয়ত হয়ে উঠেনি ঠিকঠাক। যার কারণে হঠাৎ করেই শুরু হওয়া প্রবল বৃষ্টিতে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আবারো তাদেরকে এ বিষয়ে জানিয়েছি, তারা কাজ করছে যতটুকু সম্ভব। আর বৈদ্যুতিক সংযোগের কারণে যেন কোন দুর্ঘটনা না ঘটে সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন কাজ করছে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুধু রাজধানীতে নয়, দেশের সব জায়গায়ই হয়েছে। আর এমনটা চলতে পারে প্রায় সারা দিন। তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি একটু কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১০

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১২

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৩

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৪

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৫

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৬

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৭

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৮

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৯

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

২০
X