রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ চলাকালে আন্দোলনকারীদের তুলে নেওয়ার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আন্দোলনকারীদের তুলে নেওয়ার চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষকরা বাধা দেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ উপস্থিত হয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক প্রমুখ।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে এক মৌন মিছিলের কর্মসূচি পালিত হয়। মিছিলের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা শিক্ষকদের সঙ্গে যোগ দেন। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। এ ছাড়া কোনো জায়গায় শিক্ষার্থী ও জনগণের ওপর নির্যাতন চালানো হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দীর্ঘ এক ঘণ্টা থমথমে পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলরত শিক্ষকদের সহযোগিতায় আন্দোলনকারীদের ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে দেওয়া হয়।
মন্তব্য করুন