বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সঙ্গে থাকতে পদ ছাড়লেন শিক্ষক

বুটেক্সর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। ছবি : কালবেলা
বুটেক্সর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। ছবি : কালবেলা

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিতে শিক্ষকদের আহ্বান করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে থেকে শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে অংশ নিতে পারবেন না শুনে সেই পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

বুধবার (৩১ জুলাই) ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন।

ড. মো. সুলতান মাহমুদ পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন। সেখানে তিনি লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে গত বছরের ১৮ অক্টোবর থেকে একজন সহকারী প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। উক্ত পদে থেকে স্বীয় কর্তব্য পালনে সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত কারণে সহকারী প্রক্টর পদ থেকে আজ পদত্যাগপত্র দাখিল করছি।

অতিরিক্ত দায়িত্ব হতে সরে আসার বিষয়ে ড. মো. সুলতান মাহমুদ কালবেলাকে বলেন, সহকারী প্রক্টর হিসেবে যেসব দায়িত্ব আছে তা নানা সীমাবদ্ধতার কারণে হয়ে উঠছিল না। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ন্যায্য দাবি। পদে থাকা অবস্থায় নাকি সংহতিও প্রকাশ করা যাবে না। শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিষয়টি শিক্ষক হিসেবে আমাকে সবসময় তাড়া করে।

তিনি বলেন, শিক্ষক হিসেবে ন্যায্যতার পক্ষে আমাকে অবস্থান নিতেই হবে। এ অবস্থানের বিপরীতে ছোট একটা পদ ছেড়ে দেওয়া কঠিন কিছু না। বরং পদ ছেড়ে দিয়ে যদি ন্যায্যতার পক্ষে যদি কথা বলতে পারি তাহলে এটা আমার জন্য প্রাপ্তি। একটু হলেও আমার ভেতরে বেদনা লাঘব হবে যে ছাত্রদের জন্য কিছু কথা প্রকাশ্যে বলতে পারছি।

বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসেন ইমন বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সহকারী প্রক্টর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে সুলতান স্যারকে। আমরা আনন্দিত এ জন্য যে স্যার জুলুম মেনে নেননি। যে শক্তি ওনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেয় না উনি মেরুদণ্ড সোজা করে তা ত্যাগ করেছেন। শিক্ষক হিসেবে এমন উদাহরণই ছাত্রদের সামনে আসা উচিত।

তিনি বলেন, সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বলব আমরা স্যারের সঙ্গে আছি। যেভাবে উনি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাকে পুনরায় সহকারী প্রক্টরের পদে বহাল রাখার দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১০

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১১

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

১২

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

১৩

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

১৪

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১৫

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১৬

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১৭

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৮

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৯

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

২০
X