বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সঙ্গে থাকতে পদ ছাড়লেন শিক্ষক

বুটেক্সর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। ছবি : কালবেলা
বুটেক্সর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। ছবি : কালবেলা

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিতে শিক্ষকদের আহ্বান করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে থেকে শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে অংশ নিতে পারবেন না শুনে সেই পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

বুধবার (৩১ জুলাই) ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন।

ড. মো. সুলতান মাহমুদ পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন। সেখানে তিনি লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে গত বছরের ১৮ অক্টোবর থেকে একজন সহকারী প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। উক্ত পদে থেকে স্বীয় কর্তব্য পালনে সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত কারণে সহকারী প্রক্টর পদ থেকে আজ পদত্যাগপত্র দাখিল করছি।

অতিরিক্ত দায়িত্ব হতে সরে আসার বিষয়ে ড. মো. সুলতান মাহমুদ কালবেলাকে বলেন, সহকারী প্রক্টর হিসেবে যেসব দায়িত্ব আছে তা নানা সীমাবদ্ধতার কারণে হয়ে উঠছিল না। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ন্যায্য দাবি। পদে থাকা অবস্থায় নাকি সংহতিও প্রকাশ করা যাবে না। শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিষয়টি শিক্ষক হিসেবে আমাকে সবসময় তাড়া করে।

তিনি বলেন, শিক্ষক হিসেবে ন্যায্যতার পক্ষে আমাকে অবস্থান নিতেই হবে। এ অবস্থানের বিপরীতে ছোট একটা পদ ছেড়ে দেওয়া কঠিন কিছু না। বরং পদ ছেড়ে দিয়ে যদি ন্যায্যতার পক্ষে যদি কথা বলতে পারি তাহলে এটা আমার জন্য প্রাপ্তি। একটু হলেও আমার ভেতরে বেদনা লাঘব হবে যে ছাত্রদের জন্য কিছু কথা প্রকাশ্যে বলতে পারছি।

বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসেন ইমন বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সহকারী প্রক্টর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে সুলতান স্যারকে। আমরা আনন্দিত এ জন্য যে স্যার জুলুম মেনে নেননি। যে শক্তি ওনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেয় না উনি মেরুদণ্ড সোজা করে তা ত্যাগ করেছেন। শিক্ষক হিসেবে এমন উদাহরণই ছাত্রদের সামনে আসা উচিত।

তিনি বলেন, সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বলব আমরা স্যারের সঙ্গে আছি। যেভাবে উনি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাকে পুনরায় সহকারী প্রক্টরের পদে বহাল রাখার দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া নীতিগত অনুমোদন

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ইসির রোডম্যাপে খুশি বিএনপি : মির্জা ফখরুল

১০

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১১

ঢাকায় চুরির মামলায় আ.লীগ নেতা বরিশালে গ্রেপ্তার

১২

হাসনাত-সারজিসকে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি

১৩

কদমতলীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

১৪

সিলেটে এবার পুকুরের মধ্যে ‘পাথরের খনি’

১৫

শ্রদ্ধাকে প্রকাশ্যে ভালোলাগার কথা জানালেন আমাল

১৬

ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির তারিখ পরিবর্তন

১৭

জবির দুই শিক্ষককে মারধরের ঘটনায় বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৮

গাজায় ২৩৩ ইমামকে হত্যা, ৮২৮ মসজিদ ধ্বংস

১৯

শিক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ কাম্য : ববি হাজ্জাজ

২০
X