চবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য ও উপউপাচার্য নিয়োগে কালক্ষেপণের প্রতিবাদ এবং দ্রুত উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির দাবিতে সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবন ও মোড়ে তালা ঝুলিয়ে দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা। তবে জরুরি যে কোনো পরিবহন শাটডাউনের আওতামুক্ত থাকবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, ভিসি, প্রো-ভিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। একাডেমিক ও প্রশাসনিক সবগুলো ভবনে আমরা তালা ঝুলিয়ে দেব। ভিসি এসেই সেই তালা খুলবেন, এর আগে খোলা হবে না।

সমাবেশে স্নাতকোত্তরের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, আমরা অনেকদিন ধরেই ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের কর্মসূচিতে কেউ ভ্রুক্ষেপ করছেন না। সকালেও আমরা আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা আজকের এই আন্দোলন থেকে ঘোষণা দিচ্ছি ভিসি নিয়োগ হওয়া পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন চলবে এবং সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছি।

আরবি বিভাগের শিক্ষার্থী নেয়ামতুল্লাহ ফারাবি বলেন, দ্বিতীয় স্বাধীনতা উত্তর ক্যাম্পাসে স্বৈরাচারের দোসরদের আনাগোনা দেখছি। দেশ থেকে স্বৈরাচারকে যেভাবে তাড়িয়েছি ঠিক সেভাবেই ক্যাম্পাসকেও স্বৈরাচারের দোসর থেকে মুক্ত করব।

তিনি বলেন, আমরা শিক্ষকদের কাছ থেকে নৈতিকতা শিখি কিন্তু কোনো স্বৈরাচারের দোসর থেকে আমরা এসব শিখব না। তাদের আমরা শিখিয়েছি কীভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আবু সাইদের মতো জীবন দিতে হয়। কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।

এর আগে সকাল ১০টার দিকে দ্রুত উপাচার্য, উপউপাচার্য নিয়োগের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজকের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য আল্টিমেটাম দেন তারা।

আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিকেলে আবারো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। উপাচার্য, উপউপাচার্য নিয়োগ দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সব ভবন বন্ধ থাকবে বলে জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ, জিরো পয়েন্টের মূল ফটক, ২ নম্বর গেইটে তালা ঝুলিয়ে দেয় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

মদ্যপ অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে হতাহত ১৮ লক্ষাধিক সেনা

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলকে শোকজ

হরমুজ প্রণালির আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান

ইতালির ইমিগ্রেশন এবং নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

বিএনপির আরও ৪ নেতাকে দুঃসংবাদ

মস্তিষ্ক ভালো রাখতে ফাইবার

জার্মানির তৈরি অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী সস্ত্রীক আটক

পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানাল ডুমসডে ক্লক

১০

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি

১১

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

১২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

১৪

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

১৫

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

১৬

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

১৭

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

১৮

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

১৯

ইতালিতে জরুরি অবস্থা জারি

২০
X