চবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য ও উপউপাচার্য নিয়োগে কালক্ষেপণের প্রতিবাদ এবং দ্রুত উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির দাবিতে সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবন ও মোড়ে তালা ঝুলিয়ে দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা। তবে জরুরি যে কোনো পরিবহন শাটডাউনের আওতামুক্ত থাকবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, ভিসি, প্রো-ভিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। একাডেমিক ও প্রশাসনিক সবগুলো ভবনে আমরা তালা ঝুলিয়ে দেব। ভিসি এসেই সেই তালা খুলবেন, এর আগে খোলা হবে না।

সমাবেশে স্নাতকোত্তরের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, আমরা অনেকদিন ধরেই ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের কর্মসূচিতে কেউ ভ্রুক্ষেপ করছেন না। সকালেও আমরা আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা আজকের এই আন্দোলন থেকে ঘোষণা দিচ্ছি ভিসি নিয়োগ হওয়া পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন চলবে এবং সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছি।

আরবি বিভাগের শিক্ষার্থী নেয়ামতুল্লাহ ফারাবি বলেন, দ্বিতীয় স্বাধীনতা উত্তর ক্যাম্পাসে স্বৈরাচারের দোসরদের আনাগোনা দেখছি। দেশ থেকে স্বৈরাচারকে যেভাবে তাড়িয়েছি ঠিক সেভাবেই ক্যাম্পাসকেও স্বৈরাচারের দোসর থেকে মুক্ত করব।

তিনি বলেন, আমরা শিক্ষকদের কাছ থেকে নৈতিকতা শিখি কিন্তু কোনো স্বৈরাচারের দোসর থেকে আমরা এসব শিখব না। তাদের আমরা শিখিয়েছি কীভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আবু সাইদের মতো জীবন দিতে হয়। কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।

এর আগে সকাল ১০টার দিকে দ্রুত উপাচার্য, উপউপাচার্য নিয়োগের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজকের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য আল্টিমেটাম দেন তারা।

আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিকেলে আবারো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। উপাচার্য, উপউপাচার্য নিয়োগ দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সব ভবন বন্ধ থাকবে বলে জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ, জিরো পয়েন্টের মূল ফটক, ২ নম্বর গেইটে তালা ঝুলিয়ে দেয় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১০

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১১

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১২

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৩

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৪

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৫

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১৭

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৮

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১৯

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

২০
X