ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

দূষণমুক্ত মডেল ঢাবি ক্যাম্পাস বিনির্মাণের কার্যক্রম শুরু

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মিলনায়তনে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মিলনায়তনে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা

‘গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কল্যাণমুখী কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৪ জন শিক্ষার্থীকে ‘পেইড ভলান্টিয়ার’ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে দূষণমুক্ত মডেল ক্যাম্পাস বিনির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মিলনায়তনে এসব শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি কর্নেল (অবঃ) মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি মোহাম্মদ রাফিদ হোসেন, মেজর মো. গোলাম মওলা এবং ডিএমপি রমনা ট্রাফিক জোনের সিনিয়র এএসপি শাকিল।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে একটি বৃহত্তম প্ল্যাটফর্মে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রক্টরিয়াল টিম, গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ‘গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সর্বস্তরের মানুষের মমতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সহনশীল আচরণ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্রিন, ক্লিন ও দূষণমুক্ত একটি মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক-এর আওতায় গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৪ জন শিক্ষার্থী সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চারটি শিফটে পার্ট টাইম কাজ করবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা, বৃক্ষরোপণ ও গাছগাছালির পরিচর্যা করা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন কল্যাণমুখী কাজে দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

১০

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

১১

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

১২

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

১৩

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

১৪

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৬

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১৭

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১৮

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১৯

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

২০
X