ববি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ববির ভিসি-প্রোভিসির পাল্টাপাল্টি নোটিশ, দ্বন্দ্ব প্রকাশ্যে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ও প্রো-ভিসির পাল্টাপাল্টি নোটিশে তাদের দ্বন্দ্ব এখন জন প্রকাশ্যে। গত ৫ ফেব্রুয়ারিতে উপ-উপাচার্যের দেওয়া এক নোটিশে বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে বসতে চান তিনি। তার একদিন পরে অর্থাৎ ৬ ফেব্রুয়ারিতে পালটা নোটিশ দিতে নির্দেশ দেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। উপাচার্যের নোটিশে উল্লেখ করা হয়, উপ-উপাচার্যের নোটিশটি নিয়মবহির্ভূত।

এ নিয়ে চলছে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন, উপাচার্য ও উপ-উপাচার্যের মধ্যে সম্পর্কের অবনতি থাকার কারণেই এ ধরনের বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে উপাচার্য দীর্ঘদিন ধরে উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) অসহযোগিতা করে আসছেন বলে দাবি করছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তবে উপ-উপাচার্য ও উপাচার্যের সঙ্গে ঠান্ডা লড়াই বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি এর আগে ভিসিবিরোধী আন্দোলনে উপ-উপাচার্য ইন্ধন দিয়েছেন এমন সন্দেহে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তার সঙ্গে কথা হয় কালবেলার। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, নোটিশ ও পালটা নোটিশ কোনোটাই যুক্তিসংগত সমাধান নয়। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জন্য সুখকর নয়। উপ-উপাচার্য এ ধরনের নোটিশ দেওয়ার আগে উপাচার্যের সঙ্গে কথা বলে নিতে পারতেন। আবার নোটিশ দেওয়ার পরে উপাচার্য পালটা নোটিশ দিয়েছেন সেটিও ভালো বিষয় না। উপ-উপাচার্য নোটিশ দেওয়ার পরে উপাচার্য তার সাথে কথা বলে সমাধান করতে পারতেন বা নোটিশটি স্থগিত করতে পারতেন। কিন্তু কোনোটিই হয়নি, যা বিব্রতকর অবস্থায় ফেলেছে।

সহকারী রেজিস্ট্রার মো. সাকিজ উদ্দিন সরকার স্বাক্ষরিত উপ-উপাচার্যের নোটিশে বলা হয়, আগামী ৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপ-উপাচার্যের অফিসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি নিয়ে একটি সভা আহ্বান করা হয়। যেখানে সব বিভাগের চেয়ারম্যানকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

উপ-উপাচার্যের নোটিশের বিপরীতে পালটা নোটিশ দিতে নির্দেশ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত উপাচার্যের নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা হলেন উপাচার্য। তার নির্দেশ ও অনুমোদন ছাড়া অন্য কোনো পত্র কোনো দপ্তরপ্রধান, কর্মকর্তা বা অন্য কেউ শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর উদ্দেশে প্রেরণ করতে পারেন না। যদি কেউ এরকম পত্র প্রেরণ করেন সেটি বিধিবহির্ভূত। সংগত কারণে উপ-উপাচার্যের নির্দেশক্রমে প্রেরিত পত্রটি নিয়মবহির্ভূত। উক্ত পত্রটি কোনোভাবেই কোনো শিক্ষককে আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশক্রমে অনুরোধ করেন।

এদিকে উপাচার্যের নোটিশের শব্দচয়ন নিয়ে বিব্রতবোধ করছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি জানান, আমার অফিস কর্তৃক চেয়ারম‌্যান মহোদয়দের নিকট প্রেরিত চিঠির বিপরীতে রেজিস্ট্রার প্রেরিত চিঠি যথাযথ ও বি‌ধিসম্মত হয়‌নি বলে আমি মনে ক‌রি। কারণ, ব‌রিশাল বিশ্ববিদ্যালয় আইনের ১১ (ক)-এর ২নং ধারা অনুযায়ী উপ-উপাচার্য বিশ্ব‌বিদ‌্যালয়ের একাডেমিক দা‌য়িত্ব পালন করার বিধান রয়েছে। আমি যোগদানের তিন মাস হয়ে গেলেও আমাকে দায়িত্ব বুঝে দেননি। এর আগে মৌ‌খিক ও লি‌খিতভাবে আমাকে দায়িত্ব বু‌ঝিয়ে দেওয়ার জন‌্য উপাচার্য মহোদয়কে অনেকবার অনুরোধ করে‌ছি। কিন্তু আমাকে একাডে‌মিক দায়িত্ব বু‌ঝিয়ে দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী কালবেলাকে বলেন, আমি একাডে‌মিক কার্যক্রমের অগ্রগতি ও সা‌র্বিক অবস্থা জানার জন‌্য বিভাগীয় চেয়ারম‌্যানদের সঙ্গে এক‌টি মত‌বি‌নিময় সভার আহ্বান করেছি। যেটি আমার দায়িত্ব। আমার কাজ শুধু বিশ্ববিদ্যালয়ে বসে থাকা নয় বরং বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা। এখানে দ্বন্দ্বের কোনো বিষয়ই নেই। আমাকে আমার দায়িত্ব বুঝিয়ে দিলেই হলো।

এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করছে গুগল 

লোকালয়ে মেছোবাঘ, অতঃপর...

বিরল সিদ্ধান্তে চমকে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

একযোগে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

যে হাতে সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখি, সে হাতেই হাতকড়া : সাংবাদিক পান্না

আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা 

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

সংকটে তাঁতশিল্প, কাজ হারিয়েছেন লক্ষাধিক

লাল না সবুজ আপেল, কোনটা বেশি উপকারী?

১০

ইঞ্জিন চালু করতেই আগুন ধরে গেল অ্যাম্বুলেন্সে

১১

ক্রিকেটে ‘ফিরছেন’ শোয়েব আখতার-আফ্রিদি, খেলবেন টি-টোয়েন্টি ম্যাচ

১২

টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, পুলিশ হেফাজতে ২ চিকিৎসক

১৩

চাকরি গেল সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদে কোচের

১৪

নির্বাচনী রোডম্যাপে জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি : এবি পার্টি

১৫

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

১৬

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ফারুক

১৭

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

১৮

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

১৯

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

২০
X