খুলনা ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলায় আটক ২, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় আটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় আটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাতে খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় রোববার (২৭ এপ্রিল) বিকেলে ফুলবাড়িগেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে খানজাহান আলী থানা ছাত্রদল।

প্রতিবাদ সভায় পুলিশের প্রতি প্রশ্ন রেখে তারা বলেন, আপনারা এ অঞ্চলে যারা মাদক বিক্রেতা তাদের গ্রেপ্তার করেন না। যারা অস্ত্রধারী, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত, তাদের গ্রেপ্তার করেন না। আজকের পর থেকে কখনো, কোনো সময় সিনিয়র নেতাদের না জানিয়ে আপনারা কখনো দলীয় নেতাকর্মীদের বাসায় হানা দেবেন না।

খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।

জানা যায়, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা না দায়ের হওয়ায় আটক দুজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় যুবদল নেতা মাসুম খান, ছাত্রদল নেতা সিয়াম হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, বিএনপি নেতা মুন্সী আজমল হোসেন ও ছাত্রদল নেতা তানভীর আহমেদসহ ১০ থেকে ১২ জন তাদের মারধর করেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

‎আহত শিক্ষার্থী মোহন জানান, গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তারা ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এক দোকানে ফুচকা খেতে যাই। সেখানে ১০-১২ জন বহিরাগত তাদের ডাক দিলে তারা বলে, আমরা কুয়েটের শিক্ষার্থী যা বলার এখানে বলেন। ‎

তিনি জানান, পরে ধাক্কাতে ধাক্কাতে রাহাতকে পাশের একটা দোকানে নিয়ে যায় গালিব এবং মারতে শুরু করে। মারধরের সময় তারা বলে, ভিসিকে কেন নামাইলি এবং নামিয়ে কেন আনন্দ মিছিল করলি?

হামলায়, ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন গুরুতর আহত হন।

এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন কালবেলাকে বলেন, অভিযোগ জানার পরেই মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যৌথভাবে আমরা অভিযান শুরু করি। রাতেই দুজনকে আটক করতে সক্ষম হয়েছি, বাকিদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

উল্লেখ, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের কুয়েট ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কুয়েটের প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ সংঘর্ষে মদতদাতার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন কুয়েটের শিক্ষার্থীরা, দীর্ঘ ৬৫ দিনের আন্দোলনে কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। সেই থেকে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরোধ চলে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন / শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

দলীয় পদ স্থগিতের বিষয়ে যা বললেন ফজলুর রহমান

যুবলীগ নেতাসহ সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে 

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণারা

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

১০

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

১১

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১২

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

১৩

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

১৪

রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত

১৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

১৬

যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে আর রক্ষা নেই, নতুন বিধান

১৭

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি

১৮

৩ মাসের জন্য ফজলুর রহমানের সব পদ স্থগিত করল বিএনপি

১৯

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ

২০
X