জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ম্যাথ ক্লাবের কমিটি ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে সিফাত ফয়সাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) ম্যাথ ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সভাপতি মোস্তাক আহমেদ ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জবির গণিত বিভাগের ম্যাথ ক্লাবের মূল কমিটির নির্বাচন ৭ মে সম্পন্ন হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ৭টি শাখার উপকমিটি নির্বাচন হয়। বৃহস্পতিবার এই ৭টি উইংয়ের প্রেসিডেন্টদের মধ্যে থেকে প্রত্যেক উইংয়ের নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মূল কমিটির নির্বাচন করা হয়। পরে বিভাগের কনফারেন্স রুমে শিক্ষক উপদেষ্টারা সব প্রতিনিধিদের সামনে ভোটের ফলাফল ঘোষণা করেন।
এ বিষয়ে কমিটির সভাপতি সিফাত ফয়সাল বলেন MathClub-এর মতো একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ক্লাবের সভাপতি হিসেবে একাধিক ধাপের নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়া আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি এ দায়িত্বকে শুধু পদ হিসেবে নয়, একটি সুযোগ ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি—যেখানে আমি ক্লাবের সব সদস্যের জন্য একটি সক্রিয়, অংশগ্রহণমূলক ও শিক্ষণীয় পরিবেশ তৈরি করতে চাই।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমি ‘ম্যাথ ক্লাব’-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য। গণিত বিভাগের শিক্ষার্থীদের শুধু গণিতের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্য বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও সেসব জায়গায় সফলতায় পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা করবে এই ক্লাব।
কমিটির অন্যদের মধ্যে ট্রেজারার হৃদয় মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের প্রধান, দপ্তর সম্পাদক রাজেশ রায়, প্রচার সম্পাদক উৎপল বাড়াই, কার্যনির্বাহী সদস্য মাসফিক আহম্মেদ নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন