শেকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

দাওয়াত না দেওয়ায় শেকৃবিতে ছাত্রদলের ২ গ্রুপের হাতাহাতি 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে ছাত্রদলের আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। আমন্ত্রিত অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর এবং ছাত্র পরামর্শকের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে।

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেকৃবি শাখা ছাত্রদলের কমিটির একাংশকে না জানিয়েই আয়োজন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠান চলাকালীন এ বিষয়কে কেন্দ্র করে ওই দু’গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে।

জানা গেছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৫ জন বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে পরবর্তী নেতৃত্ব নিয়ে দ্বিধাবিভক্ত কমিটির সদস্যগণ। গত ৭ মে প্রকাশিত সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান আয়োজনের কথা বলা থাকলেও কমিটির একাংশের দাবি না জানিয়েই এই আয়োজন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ ছাত্রদলের এক গ্রুপের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন গ্রুপের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে পরে সামাদ-তারিফ-ফরহাদ গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করে।

এরপর রাত ১০টার দিকে সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপ একটি মিছিল বের করে যা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে শেষ হয়। এ সময় ক্যাম্পাসে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অন্যদিকে সামাদ-ফরহাদ-তারিফ গ্রুপ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের হাতে লাঠি ও রড সদৃশ বস্তু দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী এবং সহকারী প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ছাত্রদলের অনুষ্ঠানে একটি গ্রুপ অন্য গ্রুপকে বাধা দিয়েছে। পরে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকট শব্দে বিস্ফোরণের সময় আমি ছিলাম না। এ বিষয়ে জানার চেষ্টা করছি। একটি গ্রুপ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিচ্ছে- এমন খবর শোনার পর ক্যাম্পাসের প্রধান গেটগুলো বন্ধ করতে বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী চাকরি ছাড়তে না চাওয়ায় স্বামীর আত্মহত্যার চেষ্টা

হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ

সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ হয়েছে : নাহিদ ইসলাম

মামলা দেওয়ায় মোটরসাইকেলে আগুন দিলেন চালক

মেয়ের সঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়তে চান বাবা

কুমিল্লায় ট্রিপল মার্ডার / দোষ স্বীকার করে জবানবন্দি দেবেন বাচ্চু মেম্বার

ইরানে বিপদে লাখ লাখ আফগান, জাতিসংঘের উদ্বেগ

ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখে ওয়াশিংটন, জানালেন কুগেলম্যান

ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে

৩ ভাইকে পাশাপাশি সমাহিত, সন্তান হারিয়ে হতভম্ব দরিদ্র পিতা

১০

খুলনায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ 

১১

চিরনিদ্রায় শায়িত হলেন মাহমুদুর রহমানের মা

১২

শহীদদের সন্তানদের প্রাধান্য দিচ্ছে সরকার : শারমিন মুরশীদ

১৩

নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ— ইসলাম : ড. মাসুদ

১৪

কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে : রিজভী 

১৫

৫ দেশের প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১৬

ডেঙ্গুতে বরগুনায় থামছে না মৃত্যুর মিছিল

১৭

আজ পবিত্র মুহররম ও আশুরা, মর্যাদা ও তাৎপর্য 

১৮

নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

১৪ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি

২০
X