ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাম্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে : ঢাবি সাদা দল

সাম্য হত্যা বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাবি সাদা দল। ছবি : কালবেলা
সাম্য হত্যা বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাবি সাদা দল। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। পাশাপাশি এ ঘটনায় সবাইকে গ্রেপ্তার ও বিচারে ৪৮টি ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দলটি।

রোববার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন দলটির নেতারা।

মানববন্ধনে ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, যখন দেখি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার ছাত্রের জীবন দিতে হয় তখন খুবই লজ্জিত হই। বিগত ১৬ বছর এই ঢাবি ক্যাম্পাস নিয়ন্ত্রণ করেছে একটি ছাত্রসংগঠন। বাংলাদেশের বৃহৎ ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। জুলাই পরবর্তী সময়ে যখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসছিল, র‍্যাংকিয়ে উন্নতি হচ্ছিল, তখনই সাম্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

সাদা দলের সাবেক আহ্বায়ক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এরপর নতুন বাংলাদেশ বিনির্মাণে সাম্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ জন্যই সাম্যকে টার্গেট করা হয়েছে। যখনই বিশ্ববিদ্যালয়ে, হলে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত হওয়ার দিকে আগাচ্ছে, ডাকসু বাস্তবায়নের দিকে আগাচ্ছে তখনই পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করেছে একটি মহল। এই সাম্যের মতো যেন আর কোনো সাম্য বিশ্ববিদ্যালয়ে হত্যার স্বীকার হতে না হয় এ জন্য ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য হত্যার পাঁচ দিন পার হলেও আমরা আইওয়াশ ছাড়া কোনো বিচার দেখছি না। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে সব অপরাধীর গ্রেপ্তার ও বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো। আমি উপাচার্যকে বলব, সাম্য হত্যার বিচার দিয়ে শুরু করেন। এরপর এই বিশ্ববিদ্যালয়ে যত খুন হয়েছে সবগুলোর বিচার শুরু করেন।

তিনি বলেন, সাম্যকে টার্গেট করে খুন করা হয়েছে। তার ফিমোরাল আর্টারিতে আঘাত করা হয়েছে। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এই ফিমোরাল আর্টারি খুবই সেনসিটিভ স্থান। পেশাদার ছাড়া সাধারণ কেউ এই খুন করতে পারে না। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

গানের টিজারেই ঝড় তুললেন হৃতিক আর জুনিয়র এনটিআর

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য 

মিরপুরে পিচ পরিদর্শনে হেমিং, চোখে পড়ল ‘পুঁই বাগান’

ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা

আরপিও চূড়ান্তে ইসির মুলতবি সভা শুরু

আপন বোন ও তার প্রেমিককে খুন করল ভাই

শোয়েবুর হত্যার রহস্য উদ্ঘাটন

ওমানে প্রবাসীদের জন্য রেসিডেন্স কার্ড চালু

১০

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

আবারও বড়সড় বিপদের মুখে এয়ার ইন্ডিয়া

১২

বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেমিনার

১৩

সাবেক এমপি সোলাইমান সেলিম ফের ৩ দিনের রিমান্ডে

১৪

সাইফ-কারিনার দুই ছেলের রক্তে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর

১৫

এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা: আধুনিকতা–পরাধুনিকতার কাব্যতাত্ত্বিক মানচিত্র

১৬

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

১৭

প্লট দুর্নীতি  / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য আজ

১৮

ইয়ামালের জোড়া গোলে বার্সার গাম্পার ট্রফি জয়

১৯

হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার

২০
X