ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। পাশাপাশি এ ঘটনায় সবাইকে গ্রেপ্তার ও বিচারে ৪৮টি ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দলটি।
রোববার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন দলটির নেতারা।
মানববন্ধনে ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, যখন দেখি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার ছাত্রের জীবন দিতে হয় তখন খুবই লজ্জিত হই। বিগত ১৬ বছর এই ঢাবি ক্যাম্পাস নিয়ন্ত্রণ করেছে একটি ছাত্রসংগঠন। বাংলাদেশের বৃহৎ ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। জুলাই পরবর্তী সময়ে যখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসছিল, র্যাংকিয়ে উন্নতি হচ্ছিল, তখনই সাম্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
সাদা দলের সাবেক আহ্বায়ক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এরপর নতুন বাংলাদেশ বিনির্মাণে সাম্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ জন্যই সাম্যকে টার্গেট করা হয়েছে। যখনই বিশ্ববিদ্যালয়ে, হলে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত হওয়ার দিকে আগাচ্ছে, ডাকসু বাস্তবায়নের দিকে আগাচ্ছে তখনই পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করেছে একটি মহল। এই সাম্যের মতো যেন আর কোনো সাম্য বিশ্ববিদ্যালয়ে হত্যার স্বীকার হতে না হয় এ জন্য ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য হত্যার পাঁচ দিন পার হলেও আমরা আইওয়াশ ছাড়া কোনো বিচার দেখছি না। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে সব অপরাধীর গ্রেপ্তার ও বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো। আমি উপাচার্যকে বলব, সাম্য হত্যার বিচার দিয়ে শুরু করেন। এরপর এই বিশ্ববিদ্যালয়ে যত খুন হয়েছে সবগুলোর বিচার শুরু করেন।
তিনি বলেন, সাম্যকে টার্গেট করে খুন করা হয়েছে। তার ফিমোরাল আর্টারিতে আঘাত করা হয়েছে। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এই ফিমোরাল আর্টারি খুবই সেনসিটিভ স্থান। পেশাদার ছাড়া সাধারণ কেউ এই খুন করতে পারে না। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন