রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার প্রকাশ, প্রার্থী ৩০৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় সহসভাপতি (ভিপি) ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৩ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) ১৬ জনসহ মোট ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) ১৪ প্রার্থী তাদের মনোনয়ন প্রাত্যাহার করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান।

প্রার্থী তালিকায় কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন , ক্রীড়া ও খেলাধুলা ৮ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৬ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক পদে ১০ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৬ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ১০ জন চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৯ জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৯ জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৮ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৬ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৮ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৬ জন, নির্বাহী সদস্য ৪টি পদে ৫৫ জন এবং সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন চূড়ান্ত হয়েছে।

এদিকে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দীন আবীরের ব্যালট নম্বর ০৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবনের ০৭ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা লড়বেন ০৫ নম্বর ব্যালট নিয়ে।

অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর ০৪, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন ১০ নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বিরের ব্যালট নম্বর ১৫।

এছাড়া, এবারের রাকসুতে একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খান পেয়েছেন ৭ নম্বর ব্যালট। সমন্বয়কদের মধ্যে ভিপি প্রার্থী মেহেদী সজীব ১৫, মেহেদী মারুফ ১১, ফুয়াদ রাতুল ৬ নম্বর ব্যালট পেয়েছেন। জিএসে ফাহিম রেজা ১০, সালাউদ্দীন আম্মার ৯ এবং এজিএসে মাহাইর ইসলাম ১২, আকিল বিন তালেব পেয়েছেন ১৪ নম্বর ব্যালট।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করলে আবেদনের পর ৫ জনের প্রার্থীতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। প্রাথমিক প্রার্থী তালিকায় মোট প্রার্থী ছিল ৩২০ জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে ১৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পর ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ।

ব্যালট নম্বর পেয়ে অনুভূতি প্রকাশ করে রাবি শিবিরের সভাপতি ও সহসভাপতি (ভিপি) ও সিনেট সদস্য পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ব্যালট নম্বর কে কত পেল এইটা বড় বিষয় না, ক্যাম্পাসে যে আমেজ তৈরি হয়েছে এটাই ভালো লাগছে। গত ৩৫ বছর আমাদের এই আমেজ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল।

ছাত্রদলের প্যানেল থেকে মনোনিত জিএস পদপ্রার্থী নাফিউল জীবন বলেন, নির্বাচন কমিশন প্রথমে প্রত্যেক প্যানেলের জন্য আলাদা আলাদা ব্যালট নম্বর নির্ধারণ করেছিল। আমাদের প্রতিবাদের কারণে নির্বাচন কমিশন লটারির মাধ্যমে ব্যালট দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি ৭নং ব্যালট পেয়েছি। ব্যাক্তিগতভাবে আমি অনেক খুশি। আশা করি, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে।

ব্যালট নাম্বার ঘোষণা শেষে রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, প্রত্যেকটা পদের বিপরীতে লটারির মাধ্যমে আমরা ব্যালট নম্বর দিচ্ছি। এখানে সব প্রার্থী ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে লটারি করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর দেওয়া হয়েছে। এখন প্রার্থীরা তাদের প্রচারণার কাজ শুরু করতে পারবেন।

আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থীরা

আসন্ন রাকসু নির্বাচনে ছাত্রদল, শিবির ও সমন্বয়কদের প্যানেলসহ মোট ১১টি প্যানেল অংশগ্রহণ করছে। ইতোমধ্যেই তারা ব্যালট নম্বর পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে ছাত্রদল তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। আর শিবির ক্যাম্পাস থেকে শুরু করে তাদের আনুষ্ঠানিক প্রচারণা। এছাড়া প্রায় সব প্যানেলই অনলাইনে নিজেদের ব্যালট নম্বর সংবলিত ফটোকার্ড ব্যবহার করে নিজেদের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢামেকে ৬ যমজ শিশুর জন্ম, একটির মৃত্যু

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

‘ঘুষের টাকা’ ফেরত চেয়ে ভূমি কর্মকর্তাকে অবরুদ্ধ

অবশেষে ক্ষমা চাইলেন ইবি ছাত্রশিবির

হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত 

গাজাবাসীর জন্য বড় সুবিধা চালু করল যুক্তরাজ্য

ভারতীয় বোলারদের সামনে টালমাটাল পাকিস্তান

আনজুমান বিশ্বে শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দেবে : সাবির শাহ্

৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে এনসিপি নেত্রীকে নোটিশ

১০

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

১১

সাদাপাথর লুটের মূলহোতা সাহাবউদ্দিন কারাগারে

১২

দুবাইয়ে লটারিতে ৩৪ লাখ টাকা জিতলেন বাংলাদেশি রাশেদ

১৩

টসের সময় হাত মেলাননি ভারত-পাকিস্তানের অধিনায়ক

১৪

নতুন বেতন কাঠামো ‘বড় সুখবর’ দিলেন কমিশনের চেয়ারম্যান

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার নাকসু নির্বাচন খসড়া গঠনতন্ত্র প্রকাশ

১৬

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতা

১৭

‘হাসিনকে বিয়ে করা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল’

১৮

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

১৯

বন্যা ও প্লাবন নিয়ে সতর্কবার্তা

২০
X