শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চুয়েট ক্যাম্পাসে বেপরোয়া গতির অটোরিকশায় দুর্ঘটনা বাড়ছে

চুয়েট ক্যাম্পাস ও লোগো। ছবি : সংগৃহীত
চুয়েট ক্যাম্পাস ও লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কোনো রকমের নিয়মনীতি না মেনে বেপরোয়া গতিতে চলে অটোরিকশা। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় দুর্ঘটনার শিকার হন পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহনাজ তাসনিম নিঝুম। রিকশাটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে টিএসসির দিকে বাক নেওয়ার সময় ভুক্তভোগী শিক্ষার্থী রিকশা থেকে ছিটকে পড়েন। এতে তার হাতে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

একসঙ্গে রিকশায় থাকা তার সহপাঠী মুমতাহিনা আনিতা বলেন, এসময় চালককে রিকশা থামাতে বললেও অতিরিক্ত গতির কারণে রিকশা থামাতে পারেননি চালক। বরং ছিটকে যাওয়া শিক্ষার্থীর হাতের ওপর দিয়েই রিকশা উঠিয়ে দেন। তারপর তাকে রক্তাক্ত অবস্থায় চুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যায় তার সহপাঠীরা। মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে ৪টি সেলাই দিতে হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বারবার রিকশার গতি কমাতে বললেও চালক শোনেননি। আমার হাতে ৪টি সেলাই দিতে হয়েছে। হাতের ওপর রিকশা তুলে দেওয়ায় হাত থেঁতলে যায়।

বেপরোয়া গতিতে রিকশা চালানোর পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেন শিক্ষার্থীরা। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশহার ইনতেযাম তাহবির বলেন, ক্যাম্পাসে দিন দিন রিকশাগুলো আতঙ্ক তৈরি করছে। রিকশাচালকরা নিয়মের তোয়ক্কাই করে না। তারা যেভাবে গাড়ি চালায় তাতে যে কোনো সময় মারাত্মক অঘটন ঘটে যেতে পারে। তা ছাড়া এরা অতিরিক্ত ভাড়াও দাবি করে।

এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা শাখার প্রধান অধ্যাপক ড. আশুতোষ সাহা বলেন, চলতি বছরেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা চালকদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। এতে ভাড়া নির্ধারণসহ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ও জোরদার করা হয়। শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং আগামী রোববারের মধ্যে এসব চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

বিদেশি ঋণে রেকর্ড, ১১২ বিলিয়ন ডলার ছাড়াল

‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে’

দুই দফা দাবি / আন্দোলনস্থান ত্যাগে চাপ প্রয়োগের অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের

বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

শ্রীলঙ্কার জয়ে ভর করে সুপার ফোরে বাংলাদেশ

গাজায় ইসরায়েলের চার সেনা নিহত

১০

রাজধানীর ইন্দিরা রোড থেকে এক আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন / অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপে গুরুত্ব

১২

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

১৩

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

১৪

চাকসুতে ১০ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

১৫

চট্টগ্রামকে ক্লিন সিটি করতে নতুন ল্যান্ডফিল্ড কেনার উদ্যোগ চসিকের

১৬

রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক

১৭

পূজা উদযাপন পরিষদ নেতা গিরীধারী লালের পরলোকগমন

১৮

‘বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে’

১৯

পাল্টে গেল সমীকরণ, এখন যেভাবে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

২০
X