

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে নির্বাচন করা তিন ছাত্রনেতাকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভামঞ্চে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই তিন ছাত্রদল নেতাকে এই নির্দেশনা দেন।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন—রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচনে অংশ নেয়া শেখ নুর উদ্দিন আবীর, জিএস পদে নির্বাচন করা নাফিউল জীবন ও এজিএস পদে লড়াই করা জাহিন বিশ্বাস এষা।
তারেক রহমান বলেন, তোমরা তরুণ ছাত্রসমাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। মানবিক রাজনীতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করবে। এসময় তিনি এই তিন ছাত্রদল নেতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাক্ষাৎতে কী বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে জানতে চাইলে রাবি ছাত্রদল সহ-সভাপতি শেখ নুর উদ্দিন আবীর জানান, আমরা তিনজন ছাত্রদল নেতা দেশনায়ক তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছি। তিনি ক্যাম্পাস রাজনীতির বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি সবসময় মানবিক রাজনীতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
মন্তব্য করুন