রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ
শিশু সাজিদের মৃত্যু

রাজশাহীতে আরও ৩৯টি খোলা বোরহোল শনাক্ত

পরিত্যক্ত গভীর নলকূপ। ছবি : সংগৃহীত
পরিত্যক্ত গভীর নলকূপ। ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুর সাজিদের মৃত্যুর ঘটনার পর রাজশাহীতে আরও ৩৯টি খোলা পরিত্যক্ত বোরিং শনাক্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বোরহোলকে জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। শিশু সাজিদের মৃত্যুর পর রাজশাহী বিভাগীয় প্রশাসনের নির্দেশে বিভাগের ৮ জেলার ডিসিদের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করা হয়। তারা এ প্রতিবেদন পাঠায়।

প্রতিবেদন তথ্য মতে, রাজশাহী বিভাগে ৬৭টি উপজেলার ৫৬৬টি ইউনিয়ন আছে। এরমধ্যে ৪৩৫টি ইউনিয়ন গভীর নলকূপের আওতায় আছে। এসব ইউনিয়নে ১১ হাজার ৩৭১টি গভীর নলকূপ আছে। এরমধ্যে শুধু রাজশাহী জেলাতেই আছে ৬১৭টি গভীর নলকূপ। এছাড়াও নাটোরে ৩১৩টি, নওগাঁয় ৪ হাজার ৬৩৪টি, চাঁপাইনবাবগঞ্জে আছে ১ হাজার ৬১২টি, পাবনায় ২১৫টি, সিরাজগঞ্জে ৬২৩টি, বগুড়ায় ২ হাজার ৪৬৯টি ও জয়পুরহাটে আছে ৮৮৫টি। তবে রাজশাহীর ৩৯টি ব্যতীত কোথাও কোনো পরিত্যক্ত বোরিং শনাক্ত হয়নি। স্থাপিত ও পরিত্যক্ত গভীর নলকূপ এবং টেস্ট বোরহোলের তথ্য যাচাই করে এই সংখ্যা পাওয়া যায়।

এর আগে, গত ১০ ডিসেম্বর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত টেস্ট বোরহোলে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। মর্মান্তিক ওই ঘটনার দুদিন পরই বিভাগীয় প্রশাসন তদন্ত ও প্রতিবেদন চায়।

স্থানীয়রা জানান, সেচের পানির সন্ধানে গত বছর বেসরকারিভাবে একাধিক টেস্ট বোর খনন করা হয়েছিল। ব্যর্থ হওয়ার পর অনেক বোরহোল সঠিকভাবে বন্ধ না করে মাটি ও খড় দিয়ে ঢেকে রাখা হয়। এসব বোরহোল বাইরে থেকে বোঝা না যাওয়ায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

প্রশাসনের তথ্যমতে, শনাক্ত ৩৯টি বোরহোল বসতবাড়ি এলাকায় রয়েছে। কিছু বোরহোল কৃষিজমিতে এবং শিশু ও পথচারীদের চলাচলকারী পথের পাশে অবস্থিত। বেশিরভাগ বোরহোল সেচ ও ভূগর্ভস্থ পানির পরীক্ষা কাজে খনন করা হয়েছিল। পরবর্তীতে সেগুলো পরিত্যক্ত হলেও নিরাপদভাবে সিল করা হয়নি।

এ বিষয়ে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার বলেন, সব খোলা বোরহোল দ্রুত সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সব পরিত্যক্ত গভীর নলকূপে বন্ধ করা হয়েছে বলে রাজশাহী জেলা প্রশাসন আমাদের জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

১০

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

১১

যে পথে সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার লাশবাহী কনভয়

১২

খালেদা জিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন : সমমনা জোট

১৩

বুধবার সাধারণ ছুটি যারা পাবেন না

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে কোরআন খতম ও দোয়া

১৫

বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজারসহ গ্রেপ্তার ২০

১৬

যশোরে মনোনয়ন জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী

১৭

বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুনের ‘একের পর এক’ ফেসবুক পোস্ট

১৮

খালেদা জিয়ার হাতে লাগানো নিমগাছটি এখন কেবলই স্মৃতি

১৯

বিএনপি নেতা মামুনুর রশিদ বহিষ্কার

২০
X