বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিএম কলেজ হোস্টেলে ঘুমন্ত ছাত্রের ওপর খসে পড়ল পলেস্তরা

বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসে শনিবার রাতে ছাদের পলেস্তরা খসে পড়ে। ছবি : কালবেলা
বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসে শনিবার রাতে ছাদের পলেস্তরা খসে পড়ে। ছবি : কালবেলা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসে (ডিগ্রি হোস্টেল) জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। বহু বছরের পুরোনো হোস্টেল ভবনের পলেস্তরা প্রায়ই খসে পড়ছে। সর্বশেষ শনিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকাবস্থায় হোস্টেলের ছাদের পলেস্তরা খসে পড়ে। মশারিতে সেই পলেস্তরা বাধা পেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মো. বাবুল নামের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্র। রাত সাড়ে ১২টার দিকে হোস্টেলের ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বাবুলের দাবি আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। তবে হোস্টেল ভবন সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না কলেজ প্রশাসন। এর ফলে লেখাপড়া করতে এসে জীবন শঙ্কায় দিন কাটছে তাদের।

প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, রাতে লেখাপড়া শেষ করে ঘুমিয়ে পড়েন তারা। হঠাৎ অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসের ‘এ’ ব্লকের ১০১ নম্বর কক্ষে ছাদের পলেস্তরা খসে পড়ে। শব্দ পেয়ে শিক্ষার্থীরা ওই কক্ষে ছুটে যান।

ওই কক্ষের বাসিন্দা মো. বাবুল বলেন, ‘পলেস্তরার স্তূপ যেখানে পড়েছে সেখানেই আমি ঘুমানো ছিলাম। তবে মশারি টাঙানো ছিল বিধায় পলেস্তরা বাধা পেয়ে সরসরি আমার গায়ে পড়েনি। পলেস্তরা খসে পড়ার শব্দে ভয়ে আমার ঘুম ভেঙে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিগ্রি হোস্টেলের সহকারী হোস্টেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এই ঘটনায় শিক্ষার্থীরা অল্পতে রক্ষা পেয়েছেন। মশারি না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া বলেন, ‘ডিগ্রি হোস্টেল ভবন বহু বছরের পুরোনো। ইতোপূর্বে শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তা হোস্টেল পরিদর্শন করে ‘বি’ ব্লক ব্যবহার অনুপযোগী ঘোষণা করেন। জায়গা সংকটের কারণে ‘বি’ ব্লক সংস্কার করে সেখানে শিক্ষার্থীরা থাকছেন। ‘এ’ ব্লকের পলেস্তরা খসে পড়ার খবর পেয়ে আমিসহ শিক্ষকরা সকালে হোস্টেল পরিদর্শন করেছি। ওই কক্ষে যেই ছাত্ররা থাকতেন তাদের অন্যত্র সরিয়ে নিয়ে কক্ষটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তা ছাড়া বিষয়টি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা এসে ভবনটির ‘এ’ ব্লক পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। যদি সংস্কার করে ব্যবহার করা যায় তবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত দিবেন। আর না হলে হোস্টেল ভবনটি ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১০

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১১

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১২

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৩

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৪

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৫

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৬

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৭

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৮

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৯

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

২০
X