নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে হল খোলা রাখার দাবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ভিসির কার্যালয়ে শিক্ষার্থীরা
ভিসির কার্যালয়ে শিক্ষার্থীরা

ঈদের বন্ধে হল খোলা রাখার দাবিতে আন্দোলন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। গত রোববার হল খোলা রাখার দাবি নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে অবস্থান নেয়।

এর আগে, গত ৪ জুন ঈদের ছুটিতে হল খোলা রাখার দাবিতে প্রভোস্ট বরাবর আবেদনপত্র জমা দেয় বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা। আবেদনপত্রে শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি ১১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত। হল বন্ধ অবস্থায় এই দীর্ঘ ছুটি আমাদের পড়াশোনার অন্তরায়। অনেকের বাড়িতে নিরবচ্ছিন্ন পড়াশোনার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। চাকরিপ্রত্যাশীরা ত্রিশালস্থ কোচিং সেন্টারে ক্লাস এবং নিজ নিজ পড়াশোনা করছেন। এ অবস্থায় হল বন্ধ থাকলে আমাদের ধারাবাহিক পড়াশোনায় ছেদ ঘটবে। অনেকেই টিউটরশিপের সাথে যুক্ত। এতদিন হল বন্ধ থাকলে তাদের টিউটরশিপ হুমকির মুখে পড়বে।

সে সময় প্রভোস্ট কাউন্সিলে আলোচনা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার।

এরপর গত বুধবার প্রভোস্ট কাউন্সিল, প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ১৮ জুন হতে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি হল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ১৮ জুন বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়।

নির্ধারিত সময়ের আগে অধিকাংশ শিক্ষার্থীরা হল ত্যাগ করে চলে যান। হল ত্যাগ করার শেষ মুহূর্তে বঙ্গবন্ধু হলের অবশিষ্ট ছাত্ররা জড়ো হয়ে ছুটি কমানোর দাবি জানিয়ে অবস্থান নেয়। ছাত্ররা জানায়, এর আগেও লিখিত ও মৌখিকভাবে হলের প্রভোস্টকে হল বন্ধের সময়সীমা কমাতে আবেদন জানানো হয়েছিল। এ সময় কিছু ছাত্র উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এর মোবাইলে কল দিয়ে হলের ছুটি কমাতে অনুরোধ জানাতে থাকেন।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মমিন মিয়া জানান, প্রভোস্ট স্যার চাইলেই পারতেন হল খোলা রাখতে। ভিসি স্যার আর প্রভোস্ট স্যারের জন্যই দ্রুত হল বন্ধ হয়ে গেল। আমরা যারা টিউশন করাই, অল্প কয়দিনের জন্য মেসে রুম নিতে হচ্ছে। এ ছাড়া অনেক চাকরি পরীক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হলো।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, হল বন্ধের ব্যাপারটা একটা সম্মিলিত সিদ্ধান্ত। শিক্ষক কর্মকর্তাদের একটা বার্ষিক ছুটি এবং সব শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে যা গৃহীত হয়েছে। খোলা ক্যাম্পাসের হল মেইনটেইনেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে নিজেদের ছুটি মাটি করে এত বড় ক্যাম্পাসের দায়িত্ব কেউই নিতে চাইবে না। নিয়মমাফিক এবং যৌক্তিকভাবেই হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ ক্যাম্পাসের দায়ভার হল প্রশাসনের নয়।

এ বিষয়ে উপাচার্য জানান, আমার ক্যাম্পাসের ৮ হাজার শিক্ষার্থীর মধ্যে ২০-২৫ জন শিক্ষার্থী আসছিল প্রশাসনিক ভবনে হল খোলা রাখার অযৌক্তিক দাবি নিয়ে। যাদের একটা অংশ হলে থাকেও না। ৫ মিনিটের দূরত্বে যাদের বাসা, কারা কারা এটাতে ছিল সেটাও আমি জানি। ক্যাম্পাস এবং হল তার নিজস্ব নিয়ম এবং সিডিউল অনুযায়ী চলবে। একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে বছরের শুরুতেই। হল বন্ধের ব্যাপারটা পূর্ব নির্ধারিত। উপাচার্য চাইলেও নিয়মবহির্ভূত হয়ে তার বাইরে কিছু করতে পারবে না। শিক্ষার্থীদের এ রকম অযৌক্তিক দাবি মানার কোনো সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়িতে ফ্ল্যাগ ছাড়াই সাবের হোসেনের বাসায় যান ৩ রাষ্ট্রদূত

নির্বাচনকে ভিন্নখাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১০

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

১১

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

১২

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

১৩

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

১৪

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

১৫

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

১৬

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

১৭

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

১৮

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

১৯

অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

২০
X