রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সকল প্রকার নিয়োগে ফের স্থগিতাদেশ দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত একটি চিঠি এটি বলা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চিঠিটি প্রতিনেদকের কাছে এসেছে।
চিঠিতে বলা হয়, আগের সেই নিয়োগ অনিয়মের বিষয়ে হাইকোর্টে এখনো মামলা চলমান রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠিতে বিচারাধীন রিট পিটিশনের তথ্য গোপন করেছে। কেন তথ্য গোপন করা হলো তার ব্যাখ্যা এবং রিটটি পিটিশনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানের সময় নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিতাদেশ জারি করা হয়। পরে ২০২২ সালের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত স্থগিতাদেশ ২০২৩ সালের ২৫ জুলাই প্রত্যাহার করা হয়।
কিন্তু পরবর্তীতে জানা যায় যে, উক্ত নিয়োগ অনিয়মের বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে ৭১২৩/২১ নং রিট পিটিশন মামলা চলমান আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেরিত আবেদনপত্রে উক্ত বিচারাধীন রিট পিটিশনের তথ্য গোপন করেছে মর্মে প্রতীয়মান হয়।
এমতাবস্থায়, বর্ণিত ৭১২৩/২১ নং রিট পিটিশনের তথ্য গোপন করে কেন নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছিল তার ব্যাখ্যা জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্টার অধ্যাপক আব্দুস সালাম বলেন, আমরা শিক্ষামন্ত্রণালয় থেকে একটি পেয়েছি। সেখানে বলা হয়েছে নিয়োগে স্থগিতদেশ প্রত্যাহার করে যে চিঠি দেয়া হয়েছে সেটি স্থগিত করা হয়েছে। আমাদের ইনফরমেশন একটু ঘাটতি ছিল। আগের উপাচার্যের সময়ের একটি নিয়োগের বিষয়ে রিট হয়েছিল। এটি মিমাংসা হলে ফের স্থগিতাদেশ উঠে যাবে।
মন্তব্য করুন