

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, আজ সকাল ১১টায় 'বি' ইউনিটের (বাণিজ্য) ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
এবছর ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৬৪টি। এর মধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি, বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি।
এবার 'বি' ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ২৫ হাজার ৯৬১ জন। তন্মধ্যে বাণিজ্য গ্রুপের ১৬ হাজার ৩৬৮ জনের মধ্যে ৯ হাজার ৩৫৬ জন (৫৭ দশমিক ১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ৯ হাজার ৫৯৩ জনের মধ্যে ৫ হাজার ৯০০ (৬১ দশমিক ৫০ শতাংশ) জন উত্তীর্ণ হয়।
মন্তব্য করুন