পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে ‘স্যার’ না বলায় ছাত্রীকে শাসালেন কর্মকর্তা!

পাবিপ্রবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে ‘স্যার’ না বলে ‘ভাই’ বলায় এক ছাত্রীকে শাসানোর অভিযোগ উঠেছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩য় বর্ষের ঐ ছাত্রী তার রেজিস্ট্রেশন কার্ডে সংশোধন করতে রেজিস্টার অফিসের একাডেমিক শাখায় গেলে সেখানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন শেখ মাহমুদ কানন। তিনি দাবি করেন, তাকে স্যার না বললে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদেরও স্যার বলা যাবে না।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে ভুক্তভুগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অবস্থান নেন। এ সময় তারা দাবি করেন, তিনি একজন কর্মকর্তা হয়ে শিক্ষককে কোনো যুক্তিতে ভাই সম্বোধন করতে বললেন তার সুস্পষ্ট ব্যাখা এবং তাকে কেন ভাই বলে সম্বোধন করা যাবে না তার যথাযথ ব্যাখ্যা প্রদান করতে হবে।

যে শিক্ষার্থীর সামনে স্যারকে ভাই সম্বোধন করতে বলছেন, সেই শিক্ষার্থীসহ বিভাগের সকল শিক্ষার্থীদের ও শিক্ষকদের কাছে ওই কর্মকর্তাকে ভুল স্বীকার করতে হবে। আবস্থান কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষে বিভাগের সব শিক্ষার্থীদের দেওয়া অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, গত ৪ ডিসেম্বর তাদের সহপাঠী মোছা. আতিয়া সানজিদা রেজিস্ট্রেশন কার্ডের সংশোধন করতে রেজিস্টার অফিসের একাডেমিক শাখায় গেলে সেকশন অফিসার শেখ মাহমুদ কানন তাকে হেনস্তা করে এবং স্যার বলতে বাধ্য করেন। তিনি (সেকশন অফিসার) বলেন তাকে স্যার না বললে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদেরও স্যার বলা যাবে না। এমন হেনস্তার শিকার হওয়ায় আমাদের সহপাঠী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই আমরা এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তাকে হেনস্তা এবং শিক্ষক অবমাননার প্রতিকার ও সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টা ওনি হয়তো অন্যভাবে বুঝেছেন। আমি হয়তো তাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। আমার ১২ বছর কর্মজীবনে কারো সঙ্গেই আমি কখনো খারাপ ব্যাবহার করিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। শিক্ষার্থীদের কাছে থেকে অভিযোগপত্র পেয়েছি। উপাচার্যের উপস্থিতিতে আগামী শনিবার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের পথসভায় অংশ নেওয়া সেই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাগেরহাট-২ আসনে নির্বাচনের ঘোষণা সাবেক এমপি সিলভার সেলিমের

ফোন করে পরকীয়া প্রেমিককে ডেকেছিলেন মিথিলা, অতঃপর...

রূপায়ণ সিটিতে ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু সোমবার 

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে দুই দ্রুপের হাতাহাতি, আহত ৬

গুলি চালায় ফয়সাল, বাইক চালায় আলমগীর : ডিএমপি

সন্ত্রাস ও নাশকতার অভিযোগে বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

‘নারীরা একত্রীত না হলে নারী উন্নয়ন সম্ভব না’

১০

এবার মেডিকেলে দেশসেরা শান্ত

১১

হাদিকে হত্যাচেষ্টা, মোটরসাইকেল মালিকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ 

১২

সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২

১৩

বিএসএফের ঠেলে পাঠানো ১৫ জন সীমান্তে আটক

১৪

বিইউএফটিতে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০)

১৫

মেডিকেল ও ডেন্টালের ফল প্রকাশ

১৬

তরুণের ওপর ঝাঁপিয়ে পড়ল ভালুক, অতঃপর...

১৭

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফাহমিদুর রহমান অনি

১৮

৮ দিন পর বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল

১৯

জনগণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন হামিদুর রহমান

২০
X