পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে ‘স্যার’ না বলায় ছাত্রীকে শাসালেন কর্মকর্তা!

পাবিপ্রবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে ‘স্যার’ না বলে ‘ভাই’ বলায় এক ছাত্রীকে শাসানোর অভিযোগ উঠেছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩য় বর্ষের ঐ ছাত্রী তার রেজিস্ট্রেশন কার্ডে সংশোধন করতে রেজিস্টার অফিসের একাডেমিক শাখায় গেলে সেখানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন শেখ মাহমুদ কানন। তিনি দাবি করেন, তাকে স্যার না বললে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদেরও স্যার বলা যাবে না।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে ভুক্তভুগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অবস্থান নেন। এ সময় তারা দাবি করেন, তিনি একজন কর্মকর্তা হয়ে শিক্ষককে কোনো যুক্তিতে ভাই সম্বোধন করতে বললেন তার সুস্পষ্ট ব্যাখা এবং তাকে কেন ভাই বলে সম্বোধন করা যাবে না তার যথাযথ ব্যাখ্যা প্রদান করতে হবে।

যে শিক্ষার্থীর সামনে স্যারকে ভাই সম্বোধন করতে বলছেন, সেই শিক্ষার্থীসহ বিভাগের সকল শিক্ষার্থীদের ও শিক্ষকদের কাছে ওই কর্মকর্তাকে ভুল স্বীকার করতে হবে। আবস্থান কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষে বিভাগের সব শিক্ষার্থীদের দেওয়া অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, গত ৪ ডিসেম্বর তাদের সহপাঠী মোছা. আতিয়া সানজিদা রেজিস্ট্রেশন কার্ডের সংশোধন করতে রেজিস্টার অফিসের একাডেমিক শাখায় গেলে সেকশন অফিসার শেখ মাহমুদ কানন তাকে হেনস্তা করে এবং স্যার বলতে বাধ্য করেন। তিনি (সেকশন অফিসার) বলেন তাকে স্যার না বললে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদেরও স্যার বলা যাবে না। এমন হেনস্তার শিকার হওয়ায় আমাদের সহপাঠী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই আমরা এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তাকে হেনস্তা এবং শিক্ষক অবমাননার প্রতিকার ও সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টা ওনি হয়তো অন্যভাবে বুঝেছেন। আমি হয়তো তাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। আমার ১২ বছর কর্মজীবনে কারো সঙ্গেই আমি কখনো খারাপ ব্যাবহার করিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। শিক্ষার্থীদের কাছে থেকে অভিযোগপত্র পেয়েছি। উপাচার্যের উপস্থিতিতে আগামী শনিবার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলাদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরতে শুরু করেছে : উপদেষ্টা আসিফ

নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মতিঝিলে কালবেলার সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

দেশ কে চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে : ইসলামী আন্দোলন

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

১০

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

১১

ফের বাড়ল স্বর্ণের দাম

১২

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

১৩

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

১৪

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

১৫

বড় পর্দায় আসছেন প্রভা

১৬

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

১৭

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

১৮

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

১৯

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

২০
X