শিতাংশু ভৌমিক অংকুর, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বড়দিন উপলক্ষে চকবাজারে ক্রেতাদের ‍উপচেপড়া ভিড়

চকবাজারের বারোয়ারি দোকানগুলোতে কেনাকাটার ধুম। ছবি : কালবেলা
চকবাজারের বারোয়ারি দোকানগুলোতে কেনাকাটার ধুম। ছবি : কালবেলা

২৫ ডিসেম্বর সারা বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যীশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করে থাকে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষ পালন করতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

সম্প্রতি বড়দিন উপলক্ষে চকবাজারের বারোয়ারি দোকানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। চকবাজারের দোকানগুলোতে কাগজের কৃত্রিম ফুল, গিফট পেপার, স্যান্তাক্লজ টুপি, বিভিন্ন রকম আলোকসজ্জার সরঞ্জাম, পুতুল,বাচ্চাদের খেলার দোকানগুলোও বড়দিন উপলক্ষে জমে উঠেছে। আসন্ন বড়দিনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থানে চলছে নান্দনিক সাজসজ্জার প্রস্তুতি। গির্জা ও পাঁচতারকা হোটেলসহ বাংলাদেশে বসবাসকারী খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের নিজেদের ঘর সাজাতে ব্যস্ত সময় পার করছেন।

চকবাজার এস আর পোডাক্ট নামের দোকানের বিক্রয়কর্মী রাহাত বলেন, শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য কার্ড আর ক্রিসমাস ট্রিই আমাদের বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। এ ছাড়া শিশুদের বিভিন্ন খেলনা, পুতুল, ডেকোরেশন পিস, ঘণ্টা, ছোট বল, মগ, ছবির ফ্রেম, চাবির রিং, ম্যাজিক বক্স, পার্টি স্প্রে, বেলুন বেশ চলে।

দোকানগুলোতে কৃত্রিম ফুল, তারা, পাটের দড়ি, ঘণ্টা ইত্যাদি নানা রকম ঘর এবং গাছ সাজানোর সামগ্রী খুচরা ও পাইকারি দরে বিক্রি হচ্ছে। বড়দিন জমকালো করতে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকার, রং ও আকৃতির মোমবাতি। কোনো কোনো দোকানে সুগন্ধি মোমবাতিও পাওয়া যাচ্ছে।

চকবাজারের বিশেষ ধরনের শুভেচ্ছা কার্ড কিনতে আসা তনিমা রোজারিও বলেন, খ্রিষ্টান ধর্ম মতে প্রায় দুই হাজার বছর আগে এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারীমাতা মেরির কোলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আমরা এই দিন টিকে উৎসবমুখর পরিবেশে বড় দিন হিসেবে উদযাপন করি।

আরেক ক্রেতা বড়দিনের উপলক্ষে ক্রিসমাস ট্রি কিনতে আসা সৈকত ডি কস্তা জানান, আগে একটি ৮-১০ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি কিনতাম ১৫০০-২০০০ হাজার টাকার মধ্যে এখন তার দাম হাঁকাচ্ছে ৮-৯ হাজার টাকা। আমরা বছরে একটা বড় দুন উৎসব পালন করি, দিন দিন যেভাবে জিনিসপত্র দাম বাড়ছে তাতে করে আমাদের সম্প্রদায়ের অনেকে উৎসব উৎসব পালন করতে পারছে না।

তবে চকবাজারের বারোয়ারি একটি দোকানি স্বত্বাধিকারী তাজিম উদ্দিন চিশতী নিজাম বলেন, সব কিছুর দাম বেড়েছে। বড় দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি ও আনুসাঙ্গিক ঘর সাজানোর জিনিসপত্রের দাম বেড়েছে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত কোনো কোনোটির। এই জন্য অনেক ক্রেতা দামাদামি করে ফিরে যাচ্ছেন এবং দোকানে ভিড় থাকলেও নেই আমাদের তেমন বেঁচা-বিক্রি।

চকবাজারের এসব দোকানগুলোতে কৃত্রিম ফুল, তারা, পাটের দড়ি, ঘণ্টা ইত্যাদি নানা রকম ঘর এবং গাছ সাজানোর সামগ্রী খুচরা ও পাইকারি দরে বিক্রি হচ্ছে। বড়দিন জমকালো করতে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকার, রং ও আকৃতির মোমবাতি। কোনো কোনো দোকানে সুগন্ধি মোমবাতিও পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১০

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

১১

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১২

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১৩

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১৪

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৫

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

১৬

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

১৭

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

১৮

গণতন্ত্রের প্রধানতম কথা অন্যের মত সহ্য করতে হবে : মির্জা ফখরুল

১৯

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

২০
X