ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে আইএলটিএস কোর্স করাবে মাস্টারমাইন্ড এডুকেশন কনসালটেন্সি অ্যান্ড মাস্টারমাইন্ড আইইএলটিএস অ্যান্ড ল্যাংগুয়েজ ক্লাব। প্রথম ধাপে ৩০ জন শিক্ষার্থী এই সুবিধার আওতাভুক্ত হবেন। তবে পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসিফ তালুকদার। আসিফ তালুকদার কালবেলাকে বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজার হাজার মেধাবী মুখের মাঝে এমন অনেক মেধাবী মুখ রয়েছে যারা চায় বিদেশে উচ্চশিক্ষার জন্য আইএলটিএস দিতে। কিন্তু আর্থিক বাধ্যবাধকতা থাকার কারণে যারা নিজেদের স্বপ্নের আইএলটিএস দিতে পারছে না। তাদের মধ্য থেকে প্রথম ৩০ জনকে আমরা মাস্টারমাইন্ড এডুকেশন কনসালটেন্সি অ্যান্ড মাস্টারমাইন্ড আইইএলটিএস অ্যান্ড ল্যাংগুয়েজ ক্লাব-এর পক্ষ থেকে ৩ মাস মেয়াদি ২৫ হাজার টাকার সমমূল্যের ফ্রি আইএলটিএস কোর্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। ২৫ হাজার টাকার কোর্স ৩০ জনকে ফ্রি দিলে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি পদান করা হবে।
তিনি আরও বলেন, এই সুবিধার আওতায় আসতে হলে সংশ্লিষ্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। নিয়মিত ক্লাসে আসা বাধ্যতামূলক। আসিফ বলেন, নিয়মিত ক্লাসে না আসলে মাস্টারমাইন্ড কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন বাতিল করে নতুন কাউকে সুযোগ দেবে।
নিচের মেইলে নিজের নাম, ঠিকানা এবং একাডেমিক তথ্য (বিভাগ, সেশন) উল্লেখ করে মেইল করবে তারাই এই বৃত্তির আওতাভুক্ত হবে। যোগাযোগ: [email protected]।
মন্তব্য করুন