ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) বর্ষসেরা রিপোর্টার-২০২২ নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোতাহার হোসেন। বাংলা প্রিন্ট ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজার বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার বিতরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে ঢাবি ক্যাম্পাসে কর্মরত ছয়জন সাংবাদিককে বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়। বাংলা প্রিন্ট, ইংরেজি প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে দুইটি ট্রাস্ট ফান্ডের অধীনে দুইজন করে মোট ছয়জন এ পুরস্কার পান।
মোতাহার হোসেন ২০২২ সাল থেকে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত।
অনুষ্ঠানে ‘সাংবাদিকতায় পেশাদারিত্বের সংকট : বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধের আলোকে বক্তব্য রাখেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক।
পুরস্কার প্রদানের পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সাংবাদিক সমিতি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তারা একাধারে ছাত্র অন্যদিকে সাংবাদিক। তারা দুটোর সমন্বয় ঘটিয়ে দায়িত্বশীলের পরিচয় বহন করছেন। সাংবাদিকরা যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে ধরেন তখন আমরা সে অনুযায়ী কাজ করতে পারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সমিতির প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট, সদ্য বিদায়ী সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল।
মন্তব্য করুন