কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পথ চলার পাঁচ বছর

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

পাঁচ বছর পূর্ণ করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।পরস্পর ভ্রাতৃত্ব স্থাপনের মাধ্যমে আলোকিত সমাজ গঠনের উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশনের জন্ম।

২০২০ সালের ২৫ জানুয়ারি এক আলোকোজ্জ্বল মুহূর্তে এ সংগঠন আলোর মুখ দেখে। এটা শুধু অ্যাসোসিয়েশনই নয়, প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থনে গড়ে ওঠা এক মানবিক প্ল্যাটফর্ম। প্রত্যন্ত জনপদে পরিচালিত আবেগ অনুভূতির আশ্রয়। সর্বোপরি পারস্পরিক ভ্রাতৃত্ব স্থাপনের প্রস্ফুটিত ফুলের বাগান। প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ায়।

গোড়ার কথা

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা পায় ১৯৬৯ সালে। এর প্রতিষ্ঠাতা ওই গ্রামের কৃতীসন্তান, কুষ্টিয়ার বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মো. মাহাতাব উদ্দিন সরকার। বিদ্যালয়ের ৫০ বছর পূর্ণ হয় ২০১৯ সালের ১ জানুয়ারি। কিন্তু সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ব্যাপক সফলতার সঙ্গে উদযাপিত হয় ১ বছর পর ২০২০ সালের ২৪ ও ২৫ জানুয়ারি। শত বাধা অতিক্রম করে এলাকাবাসী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় ওই উদযাপন হৃদ্যতা ও সখ্যতার নিবিড় সম্পর্কের অনুষ্ঠানে পরিণত হয়। স্কুলের ৫০ বছরের (১৯৬৯-২০১৯) ইতিহাসের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের এবং উত্তরসূরিদের আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়। একদম আয়া, দপ্তরি থেকে শুরু করে প্রতিষ্ঠাতা, প্রধানশিক্ষক, সভাপতি, সদস্য, জমিদাতা- সবাইকে আমরা মন ও মননে স্থান দিয়েছি। এমন সম্মিলন স্থায়ীকরণের জন্য গড়ে ওঠে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

গঠনতন্ত্র রচনা এবং লক্ষ্য-উদ্দেশ্য

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সঠিকভাবে পরিচালনার জন্য একটি যুগোপোযোগী গঠনতন্ত্র রচনা করা হয়। গঠনতন্ত্রটি কার্যকর হয় ২০২১ সালের ১৫ অক্টোবর। মোট ৩৬টি ধারায় সবকিছুই বর্ণিত হয়েছে। ধারা ৬-এ লক্ষ্য-উদ্দেশ্য রয়েছে যেখানে ১৫টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন- প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি উন্নত করা, প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ স্থাপন করা, প্রাক্তন ও নিয়মিত ছাত্রছাত্রীদের স্বার্থ সংরক্ষণ করা, শিক্ষাবৃত্তি প্রদান, সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা, সফল মা’কে রত্নগর্ভা পুরস্কার দেওয়া, তথ্য-উপাত্ত সংগ্রহ, ছাত্রছাত্রীদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা ইত্যাদি উল্লেখযোগ্য।

কমিটি গঠন ও শপথ

মহামারি করোনার কারণে ২০২০ থেকে ২০২১ সালের ১৮ নভেম্বর পর্যন্ত আহ্বায়ক কমিটি দিয়ে অ্যাসোসিয়েশন পরিচালনা করা হয়। ওই সময় করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব কমলে ১৯ নভেম্বর ২০২১ সালে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সদস্য হন ৭৫ জন। শপথ বাক্য পাঠ করান স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক মো. মাহাতাব উদ্দিন সরকার। তখন থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। নির্বাহী পর্ষদ ছাড়াও একটি উপদেষ্টা কমিটি এবং একটি সহায়ক পর্ষদ গঠন করা হয়। এসব কমিটির মেয়াদ শেষ হয় তিন বছর পর ২০২৪ সালের ১৮ নভেম্বর। এরপর গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রক্রিয়ায় ১৫ অক্টোবর নতুন নির্বাহী পর্ষদ গঠন করা হয়। এবারের নির্বাহী পর্ষদের সদস্য সংখ্যা ৬৩ জন। আজীবন ও সাধারণ সদস্য আছেন। এই নতুন কমিটির শপথ ৩১ জানুয়ারি নাগাদ সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই অ্যাসোসিয়েশন এখন সবার নজর কেড়েছে। এই সমাজে অতীতে যারা গুণী মানুষ হিসেবে এলাকাকে আলোকিত করেছেন, উন্নয়ন করেছেন, মানুষকে মানুষ ভেবে কাছে টেনেছেন, সেসব মহান ব্যক্তিকে খুঁজে বের করে মরণোত্তর সম্মান জানানো হয়েছে। সব বিভেদ ভুলে গিয়ে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়েছে। যারা কাজে বিশ্বাসী, যারা পরিশ্রম করেন নিঃস্বার্থভাবে তারাই এ সংগঠনের প্রাণ।

এ অ্যাসোসিয়েশন সবসময় ভালো কাজের পক্ষে এবং মন্দ কাজের বিরুদ্ধে সেচ্চার। এলাকার সব গুণী সম্মানী মানুষকে মূল্যায়ন করার অদম্য স্পৃহা বিদ্যমান এ সংগঠনের চেতনায়। যারা এ সমাজকে সমৃদ্ধ করেছেন, এমন মানুষকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কোনো কমতি নেই।

আমরা গত পাঁচ বছর অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করেছি। বিশেষ করে মোটিভেশনাল ক্লাস, জাতীয় দিবস উদযাপন, ইফতার পরিবেশনা- এমন নানা কাজ। অ্যাসোসিয়েশন নিয়মিত এবং প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণের জন্য সাধ্যমতো প্রয়াস চালাচ্ছে। বিগত দিনগুলো সহজ ছিল না।

এলাকার ১২টি গ্রাম প্রাথমিকভাবে অ্যাসোসিয়েশন নির্ধারণ করেছে। এসব গ্রামে কর্মপ্রক্রিয়া অব্যাহত রয়েছে। অনেক কর্মব্যস্ত মানুষ নিজের কাজকে তুচ্ছ ভেবে, পারিবারিক দায়িত্ব দূরে ঠেলে দিয়ে এই সংগঠনের জন্য পরিশ্রম করছে। কোনো কাজকে তারা ছোট মনে করে না। নিজ হাতে চিঠি বিতরণ শুরু করা থেকে অফিস ঘর পরিষ্কার, আপ্যায়ন, মঞ্চ সাজানো, নতুন-পুরোনো বই সংগ্রহ, নতুন প্রজন্মের সামনে ইতিহাস তুলে ধরা, চেয়ার-টেবিল বহন করাসহ যাবতীয় কাজ তারা করে থাকেন।

বিগত পাঁচ বছরের কর্মসূচি

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে বেশ কিছু সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। বাস্তবায়িত কর্মসূচিগুলো হচ্ছে- দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, এলাকার প্রতিবন্ধী মানুষকে অনুদান প্রদান, এলাকার গুণীজন সম্মাননা, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা, রোগাক্রান্তকে সাহায্য, স্কুলের নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য মোটিভেশনাল কলাম, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান, পবিত্র রমজান মাসে ইফতার পরিবেশনা, নতুন প্রজন্মের জন্য রচনা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন, প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরির জন্য বই সংগ্রহ, রত্নগর্ভা সম্মাননা, নিবেদিতপ্রাণ নারী সম্মাননা বর্ষপূর্তির স্মরণিকা প্রকাশ, বার্ষিক সাধারণ সভা ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

১০

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১১

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১২

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১৩

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৪

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৫

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৬

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

১৭

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

১৮

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

১৯

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

২০
X