কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মহাসমাবেশ। ছবি : সংগৃহীত
পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মহাসমাবেশ। ছবি : সংগৃহীত

ছয় দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হওয়া মহাসমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ছয় দফা দাবি নিয়ে কোনো সমাধান না হলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হবে।’

এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি বলেন, আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না। আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় তারা ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’; ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’; ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সমাবেশ থেকে আজকের মহাসমাবেশের ঘোষণা দেন আন্দোলনের পক্ষে কথা বলা শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

এর আগে গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এরপর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওযায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে। শুক্রবার তারা সারা দেশে কাফন মিছিল কর্মসূচি পালন করে।

ছয় দফা দাবি হলো—হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা; পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা; ২০২১ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন; ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণসহ মানসম্পন্ন কারিকুলাম চালু; এই কোর্সকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা এবং ৪ বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণসহ নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির তালিকায় নতুন ৩ পণ্য, বিক্রি শুরু আজ

কেন সমকামীদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেশি

দক্ষিণে প্রশংসিত কৃতি

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির তারিখ জানা গেল 

একনজরে বিপিএল নিলামের শীর্ষ ১০ দামি ক্রিকেটার

সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের লাশ

এই প্রথম বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপির রায় আজ

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টানা ৭ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

১০

জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই

১১

বিপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করল

১২

পয়েন্ট হারাল রিয়াল, জিতল লিভারপুল

১৩

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশের সঙ্গে সেলফি

১৪

কালবেলার সাংবাদিক শাকিল ফারুকের বাবা মারা গেছেন

১৫

ক্ষুব্ধ জয়া বচ্চন

১৬

আজ বিশ্ব এইডস দিবস

১৭

সকালবেলার এই ৯ অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে

১৮

পুকুরে মিলল অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ

১৯

বার্ষিক, নির্বাচনী ও বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ

২০
X