জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো চলচ্চিত্র উৎসব আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসবের পোস্টার উদ্বোধন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসবের পোস্টার উদ্বোধন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১৯ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চলচ্চিত্র সংসদ কক্ষে এক সংবাদ সম্মেলনে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। এসময় উৎসবের পোস্টার উদ্বোধন করা হয়। পোস্টারে প্রাধান্য দেওয়া হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে।

চলচ্চিত্র উৎসবের পোস্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক এক লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৩, ২৪ ও ২৫ জুন তিন দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও দুটি ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হবে। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক এ চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে ৫০টির অধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে এবং রেজিস্ট্রেশন এখনো চলমান রয়েছে, যার মধ্যে থেকে বিচারকদের যাচাইবাছাই শেষে ৩৫টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতা বিভাগের দুটি ক্যাটাগরিতে মোট ৪টি পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় এবং খ্যাতিমান একঝাঁক চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকরা। এ ছাড়াও উৎসবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ এবং ‘চলচ্চিত্রের সফল প্রযোজনা’র ওপর দুটি কর্মশালা, দেশের স্বনামধন্য দুজন নির্মাতা ও প্রযোজক এ কর্মশালা দুটি পরিচালনা করবেন, থাকছে দুইদিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীও!

শিগগিরই নির্মাতাদের আমন্ত্রণপত্র প্রেরণ, কর্মশালায় অংশগ্রহণসহ অন্য প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির বলেন, আমাদের বিভাগে অনেক ক্রিয়েটিভ লোক আছে। আমার মনে হয় এই সমস্ত উৎসবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বাদেও অন্য সব জায়গায় হওয়া উচিত। আমি তাদের এই কাজ দেখে অনুপ্রাণিত। তাদের শুভকামনা জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের সভাপতি আদান মাহমুদ সৈকতসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরির বিচার করায় ৩ জনকে কুপিয়ে জখম

বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি

আজানের সময় কথা বললে কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না?

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

অধ্যাদেশ অনুযায়ী ক্ষুদ্রঋণ গ্রহীতারাও হবেন ব্যাংকের মালিক

রুমিনের পক্ষে প্রচারণা করায় বিএনপির ইউনিয়ন কমিটি স্থগিত

তারেক রহমানের প্রিয় সিনেমা  ‘এয়ার ফোর্স ওয়ান’

শবেবরাত নিয়ে ৫ ভুল ধারণা, সমাধান জানালেন মুফতি আবদুল মালেক

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

১০

স্কুলছাত্র নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড  ​

১১

পাকিস্তানের ‘পরিকল্পনা’ ফাঁস!

১২

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

১৩

জামায়াত নেতা নিহতের ঘটনায় যা বলল বিএনপি

১৪

আয়কর রিটার্ন জমার সময় বেড়েছে

১৫

বিটিআরসির ওএসডি ৬ কর্মকর্তাকে পুনঃপদায়নের উদ্যোগ 

১৬

শিক্ষকদের বেতন-সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

১৭

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

১৮

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

ক্ষমতায় গেলে কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে : তারেক রহমান 

২০
X