যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ হওয়ার পর হংকং জানিয়েছে, তারা বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে।
চীনের হংকং শহর জানিয়েছে, তারা এখন আরও বেশি বিদেশি শিক্ষার্থী নিতে প্রস্তুত। হংকংয়ের শিক্ষা সচিব ক্রিস্টিন চোই বলেন, বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা খোলা। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তাদের পাশে থাকব।
তিনি জানান, হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার যে সীমা ছিল, তা শিথিল করা হয়েছে। এতে করে আগ্রহী শিক্ষার্থীরা সহজেই ভর্তি হতে পারবেন।
এদিকে হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলেছে, যারা হার্ভার্ডে পড়ছিলেন বা ভর্তির সুযোগ পেয়েছিলেন, তারা চাইলে এখানে পড়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়টি আরও জানিয়েছে, ভর্তি প্রক্রিয়াকে সহজ করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য একাডেমিক সহায়তা দেওয়া হবে।
সিদ্ধান্তটি এমন এক সময়ে এল যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। ট্রাম্প অভিযোগ করছেন, হার্ভার্ড নাকি উগ্র উদারপন্থী চিন্তা ছড়াচ্ছে এবং ইহুদি বিরোধিতায় জড়িত।
মার্কিন নিরাপত্তা দপ্তরের একজন কর্মকর্তা বলেন, হার্ভার্ডকে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক এবং সহিংসতার উসকানির অভিযোগে জবাবদিহি করতে হবে।
চীন এসব অভিযোগকে রাজনৈতিক হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। তারা বলছে, এভাবে শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রেরই ভাবমূর্তি নষ্ট হবে।
হার্ভার্ডে এখন প্রায় ১ হাজার ৩০০ চীনা শিক্ষার্থী পড়ছেন। যুক্তরাষ্ট্রে আরও অনেক চীনা শিক্ষার্থী রয়েছে, যারা সেখানে ভালো শিক্ষা ও গবেষণার জন্য যায়।
মন্তব্য করুন