জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সহায়তায় কর্মশালা

জবিতে ‘নির্বাণ : মেন্টাল ওয়েলবিয়িং অ্যান্ড হোলিস্টিক সাপোর্ট ইকোসিস্টেম ফর দ্য হিরোজ অব জুলাই ২০২৪ আপরাইজিং’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা
জবিতে ‘নির্বাণ : মেন্টাল ওয়েলবিয়িং অ্যান্ড হোলিস্টিক সাপোর্ট ইকোসিস্টেম ফর দ্য হিরোজ অব জুলাই ২০২৪ আপরাইজিং’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে মৃত্যুঞ্জয়ী যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নির্বাণ : মেন্টাল ওয়েলবিয়িং অ্যান্ড হোলিস্টিক সাপোর্ট ইকোসিস্টেম ফর দ্য হিরোজ অব জুলাই ২০২৪ আপরাইজিং’ শীর্ষক দিনব্যাপী স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পি), কগনিটিভলি ইয়োরস এবং গ্রো-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে সফরন ফাউন্ডেশন।

কর্মশালায় জুলাই অভ্যুত্থানের সময় আহত ও গ্রেপ্তার, অংশগ্রহণকারী যোদ্ধাদের ওপর মানসিক ট্রমার দীর্ঘস্থায়ী প্রভাব এবং তার থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন আলোচকরা। এসময় তারা মানসিক সুস্থতা নিশ্চিতে পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, সামাজিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনে পরামর্শ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহম্মদ নাইম বলেন, আজকের কর্মশালায় অংশ নিয়ে প্রথমবার বুঝেছি- আমার ভেতরে যে মানসিক টানাপড়েন চলছে, তা আমি একা অনুভব করছি না। এখানে এসে বুঝেছি, এমন অনেকেই আছেন যারা একই যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েছেন এবং একে মোকাবিলা করতে চাইছেন। কেউ আমাদের অনুভবগুলো বুঝতে চায়- এই বিশ্বাসটুকুই মানসিকভাবে অনেক শক্তি দেয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের লেকচারার রায়হানা শারমিন বলেন, নিজের আবেগ চিহ্নিত করা, তা গ্রহণ করা এবং প্রয়োজনীয় সময়ে তা নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো ইমোশন রেগুলেশন। অনেক সময় অভ্যুত্থানের মতো ঘটনার পর মানুষ রাগ, ভয়, দুঃখ—এই অনুভূতিগুলো দমিয়ে রাখে, যা পরবর্তীতে আরও বড় মানসিক সমস্যা তৈরি করে। এগুলো প্রকাশ, বুঝে নেওয়া এবং প্রয়োজনে থেরাপির মাধ্যমে পরিচালনা করা মানসিক সুস্থতার জন্য অপরিহার্য।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন অধ্যাপক এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, ‘ট্রমার পর মানসিক পুনরুদ্ধারে গ্রাউন্ডিং টেকনিক খুব কার্যকর। যে কোনো অস্থির মুহূর্তে নিজের মনকে বর্তমান সময়ে ফিরিয়ে আনার জন্য শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, স্পর্শ ও শব্দে মনোযোগ দেওয়া অত্যন্ত উপকারী। পাশাপাশি ট্রমা জার্নালিং- অর্থাৎ নিজের যন্ত্রণার অভিজ্ঞতা লিখে রাখাও ট্রমা থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ উপায়।

কর্মশালায় প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল আজিজুল ইসলাম(অবসরপ্রাপ্ত) বলেন, মন হলো শরীরের চালিকা শক্তি- চিন্তা ও চেতনা নষ্ট হয়ে গেলে শুধু ব্যক্তি নয়, একটা প্রজন্ম বিপর্যস্ত হয়ে পড়ে। তুমি যদি মানসিকভাবে ভেঙে পড়তে, তাহলে ‘জুলাই বিপ্লব’-এর মতো আন্দোলনে নেতৃত্ব দিতে পারতে না। বাংলাদেশে বর্তমানে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত, যার মধ্যে ৭০ শতাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- এটি শুধু উদ্বেগজনক নয়, বরং জাতির ভবিষ্যৎ নিয়ে সরাসরি হুমকি।

এতে অংশ নেন অভ্যুত্থানকালীন মৃত্যুঞ্জয়ী যোদ্ধারা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানবাধিকারকর্মী, শিক্ষক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

জানা গেল, লাল টি-শার্ট পরা সেই যুবকের পরিচয়

আসছে রাহাত-রুবাইয়াতের ‘তুমি আমার প্রেম পিয়াসা’

লাল টি-শার্ট পরা যুবক ডিবির কেউ নয় : ডিএমপির ডিবিপ্রধান 

জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

রিউমর স্ক্যানার / নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি 

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

গুগলের নতুন এআই মোড ব্যবহার করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ঘরের সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ

১০

নুর ইস্যুতে ভুয়া অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

১১

সপ্তাহে দুদিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরির সুযোগ

১২

নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

১৩

লাল টি-শার্ট পরা যুবককে নিয়ে পোস্ট রাশেদ খানের

১৪

‘স্যার, নাটক আর কত’, আসিফ নজরুলকে নীলা ইসরাফিল

১৫

ভারত সফরে যাচ্ছেন পুতিন

১৬

নুরকে দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল

১৭

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি / ‘নির্বাচন চাই না, দরকার ইউনূস সরকার’

১৮

ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ ৪৪তম

১৯

‘ওই নারী যদি ভাগ্যে থাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন’

২০
X