হিজরি ১৪৪৭ সালের শুভাগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল মুহাম্মাদ শাহরিয়ার হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ।
তিনি বলেন, হিজরি নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়- এটি আত্মশুদ্ধি, আদর্শচিন্তা ও আল্লাহ ভীতির নতুন সূচনা। আমাদের উচিত এই নববর্ষে ইসলামি মূল্যবোধে উজ্জীবিত একটি সৎ ও সচেতন ছাত্রসমাজ গড়ে তোলা।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও সংগঠনের কর্মী-সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। তারা ইসলামী সংস্কৃতি ও নৈতিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন