জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে দেশব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই অনুষ্ঠানমালা পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার প্রযোজ্য অংশটুকু পালন করতে হবে।
এর আগে গত ৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই বিশেষ দিবস পালনে প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছে।
মন্তব্য করুন