শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:০১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা ক্যাডারদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে যা হলো

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ছবি : কালবেলা
শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ছবি : কালবেলা

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতিসহ শিক্ষা ক্যাডারদের নানা দাবির মধ্যে যেগুলো শুধু শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে অন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে এমন দাবিগুলো নির্বাচনের আগে পূরণ নয় বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর আশ্বাস পেলেও কর্মবিরতির বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সংগঠনের সবার সাথে বসে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।

শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর হেয়ার রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে তার সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষকদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব সময়ই শিক্ষকদের দাবি পূরণে সচেষ্ট। শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন।

সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আমরা শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। সামনে নির্বাচন; এরপর জনগণ আওয়ামী লীগকে সরকারে আনলে সবগুলো দাবি বাস্তবায়ন করা হবে।

নির্বাচনের আগে পদোন্নতির সুযোগ রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে যা রয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, মন্ত্রী জানিয়েছেন আমাদের দাবিগুলো খুবই বাস্তবায়নযোগ্য; তবে একটু সময় লাগবে। এ ছাড়াও সামনে জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগে হয়ত সবগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আজকের আলোচনায় সন্তুষ্ট। আশা করছি, আমাদের দাবিগুলো পূরণ হবে। আজকের সবগুলো বিষয় আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। গত ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষকরা টানা তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবি আদায় না হওয়ায় আগামী ১৭ ও ১৯ অক্টোবর আবার দুদিনও কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ডাকা কর্মবিরতিতে দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সবগুলো শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তর এতে অংশ নিচ্ছেন।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- প্রাপ্যতা সাপেক্ষে সকল যোগ্য কর্মকর্তার পদোন্নতি, পদসৃষ্টি, স্কেল আপগ্রেডেশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহারের দাবিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

১০

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১১

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১২

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৩

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৪

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৫

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৬

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৭

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৮

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৯

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

২০
X