কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:০১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা ক্যাডারদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে যা হলো

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ছবি : কালবেলা
শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ছবি : কালবেলা

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতিসহ শিক্ষা ক্যাডারদের নানা দাবির মধ্যে যেগুলো শুধু শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে অন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে এমন দাবিগুলো নির্বাচনের আগে পূরণ নয় বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর আশ্বাস পেলেও কর্মবিরতির বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সংগঠনের সবার সাথে বসে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।

শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর হেয়ার রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে তার সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষকদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব সময়ই শিক্ষকদের দাবি পূরণে সচেষ্ট। শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন।

সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আমরা শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। সামনে নির্বাচন; এরপর জনগণ আওয়ামী লীগকে সরকারে আনলে সবগুলো দাবি বাস্তবায়ন করা হবে।

নির্বাচনের আগে পদোন্নতির সুযোগ রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে যা রয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, মন্ত্রী জানিয়েছেন আমাদের দাবিগুলো খুবই বাস্তবায়নযোগ্য; তবে একটু সময় লাগবে। এ ছাড়াও সামনে জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগে হয়ত সবগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আজকের আলোচনায় সন্তুষ্ট। আশা করছি, আমাদের দাবিগুলো পূরণ হবে। আজকের সবগুলো বিষয় আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। গত ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষকরা টানা তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবি আদায় না হওয়ায় আগামী ১৭ ও ১৯ অক্টোবর আবার দুদিনও কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ডাকা কর্মবিরতিতে দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সবগুলো শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তর এতে অংশ নিচ্ছেন।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- প্রাপ্যতা সাপেক্ষে সকল যোগ্য কর্মকর্তার পদোন্নতি, পদসৃষ্টি, স্কেল আপগ্রেডেশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহারের দাবিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান থেকে নিজেই লাগেজ নিয়ে নামলেন তারেক রহমান

হাইকোর্টের রায় / নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত : মাহদী আমিন

থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

১০

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

১১

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

১২

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

১৩

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

১৫

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

১৬

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

১৭

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১৮

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১৯

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

২০
X