অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্যাক এশিয়া বাংলাদেশের পান্থপথ অফিসে এক শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পান্থপথে এই মেলাটি অনুষ্ঠিত হবে। মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং শিক্ষার্থীদের জন্য থাকবে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ।
মেলায় অস্ট্রেলিয়ার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং তাদের প্রতিষ্ঠানের জন্য মনোনীত শিক্ষার্থীদের স্কলারশিপসহ যোগ্যতা মূল্যায়ন করবেন।
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়, টরেন্স বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় সিডনি ও ব্রিসবেন, তাসমানিয়া বিশ্ববিদ্যালয় মেলবোর্ন, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়, লা ট্রোব বিশ্ববিদ্যালয় সিডনি, সুইনবার্ন বিশ্ববিদ্যালয় সিডনি, চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়, ডিকিন কলেজ, কারটিন কলেজ, এডিথ কাওয়ান কলেজ, টেইলর্স কলেজ, এস আইবিটি, এস এ আই বি টি, সি আই এম ইনস্টিটিউট সিডনি ও ডারউইন সরাসরি অংশগ্রহণ করবেন।
মেলা সম্পর্কে প্যাক এশিয়ার বাংলাদেশ প্রধান প্রদীপ রায় জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য উপরোক্ত দেশসমূহের শিক্ষাব্যবস্থার সব তথ্য যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি, আইইএলটিএস কোর্স এ বিশেষ ছাড়।
তিনি জানান, প্যাক এশিয়া হচ্ছে একটি পাইওনিয়ার অ্যাওয়ার্ড উইনিং কোম্পানি এবং তাদের আছে ৯৯% পর্যন্ত ভিসার সফলতা। প্যাক এশিয়া বাংলাদেশের ভিসার আগে ও পরে কোনো ফি নেই।
মেলার দিন স্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের সকল সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
মন্তব্য করুন