

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এ বছর ১০৮ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় অভাবনীয় এই সাফল্য উদ্যাপনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম।
শিক্ষার্থীদের এ সাফল্যের নেপথ্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের সাফল্য সম্ভব হয়েছে বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের কারণে। উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করে। এখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখা হয়েছে, যা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে।
তিনি আরও বলেন, শিক্ষকদের প্রচেষ্টার পাশাপাশি অভিভাবকদেরও যথেষ্ট যত্ন ছিল। শিক্ষার্থীদের শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের ফসলই আজকের এ ফলাফল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলোক কুমার পোদ্দার।
এ ছাড়া উপস্থিত ছিলেন- পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহজাহান আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুর মহল, উচ্চ মাধ্যমিক শাখার সহকারী ইনচার্জ জহুরুল ইসলাম ও মুক্তাদির রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদসহ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।
উচ্চ মাধ্যমিক শাখার সহকারী ইনচার্জ ফিরোজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ১০৮ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল শেষে কলেজ সাংস্কৃতিক পরিষদের পরিবেশনায় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন