কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০২:৪৯ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এক বিদ্যালয়ে একজনই পরীক্ষার্থী, তিনিও ফেল!

পুরনো ছবি
পুরনো ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে একেবারেই ভিন্ন এক চিত্র দেখা গেছে এবার কুড়িগ্রামে। কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতকাল শুক্রবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ বছর শতভাগ অকৃতকার্য হওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে শান্তি সমাবেশে ছাত্রলীগ

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, চলতি বছর তাঁদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষার টেবিলে বসেছিলেন একজন। সেও কৃতকার্য হতে পারেনি।

দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন, ‘২০১৪ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পায়। সেই থেকে প্রতিবছর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পাসও করছে। কিন্তু কোনোবারই শতভাগ ফেল ছিল না। এ বছরই প্রথমবারের মতো শতভাগ ফেল।

প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৩ সালে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথমে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুরে পাসের ৭৬ দশমিক ৮৪ শতাংশ হলেও প্রতিষ্ঠানটির শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ‘আগামীতে যাতে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ফলাফল না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে ভালো করে এ জন্য চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

১০

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

১১

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

১২

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

১৩

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

১৫

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৬

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

১৭

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১৯

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

২০
X