জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে শান্তি সমাবেশে ছাত্রলীগ

শান্তি সমাবেশের উদ্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শান্তি সমাবেশের উদ্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদানের জন্য পাঁচটি বাস বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া প্রথমবর্ষের শিক্ষার্থীদের জোর করে সমাবেশে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর সংলগ্ন সড়ক থেকে সমাবেশের উদ্দেশে যাত্রা করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী সমাবেশের উদ্দেশে রওনা দেয়।

পরিবহন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবহন অফিসে বাস চেয়ে আবেদন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন। আবেদনের প্রেক্ষিতে পাঁচটি দ্বিতল বাস বরাদ্দ দেয় পরিবহন অফিস।

রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার উদ্দেশে বাস বরাদ্দ দেওয়া বৈধ কিনা- এমন প্রশ্নের জবাবে পরিবহন অফিসের পরিচালক মো. আওলাদ হোসেন বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাস বরাদ্দ চেয়ে আবেদন করেন। তার আবেদন ফর্মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সুপারিশ ছিল। প্রক্টরের সুপারিশ থাকলে আমরা বরাদ্দ না দিয়ে পারি না।

সুপারিশ করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠন আবেদন করলেই আমি সুপারিশ করি। বাস বরাদ্দ দেওয়ার দায়িত্ব পরিবহন অফিসের। তবে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যেতে পারবে কি না- এমন নিয়মের বিষয়ে আমি পরিষ্কার জানি না।

আরও পড়ুন : শান্তি সমাবেশে আসছেন নেতাকর্মীরা

নাম প্রকাশে অনিচ্ছুক আ ফ ম কামালউদ্দীন হলের গণরুমে থাকা বেশ কয়েকজন প্রথম বর্ষের শিক্ষার্থী জানান, বুধবার রাতে ৫০তম ব্যাচের বড় ভাইয়েরা আমাদের নিয়ে বসেছিল। সমাবেশে না গেলে হল সিট পাওয়া যাবে না বলে দিয়েছেন তারা। কর্মসূচিতে না গিয়ে তো উপায় নেই আমাদের।

এদিকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, কাউকে জোর করে সমাবেশে নিয়ে যাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেসব শিক্ষার্থী মনেপ্রাণে ছাত্রলীগকে ভালোবাসে, তারা স্বেচ্ছায় কর্মসূচিতে যাচ্ছে। বাস বরাদ্দ পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা প্রক্টর অফিস এবং পরিবহন অফিসের অনুমোদনে ৫টি বাস বরাদ্দ পেয়েছি। তবে রাজনৈতিক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বাস নেওয়া যাবে কি না- এমন নিয়মের বিষয়ে আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতা-কর্মী কারাগারে

পদত্যাগের হিরিক বৈষম্যবিরোধী বাঙলা কলেজ শাখায়

ঢাবির সূর্য সেন হলে ঠাণ্ডা পানির মেশিন বসালো শিবির

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি

কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলুপ্ত হলো এনবিআর

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

১০

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

১১

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

১২

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

১৩

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

১৪

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

১৫

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

১৬

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

১৭

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১৮

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলেন বাবা-মা

১৯

তেল কম দেওয়ায় পেট্রল পাম্প সিলগালা করে দিল বিএসটিআই

২০
X