

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাললের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট admission.ruet.ac.bd -তে ফল প্রকাশ করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে মোট ১৫ হাজার ৫৬৭ জন এবং ‘খ’ গ্রুপে ৪৯৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। মেধাতালিকায় ‘ক’ গ্রুপের ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপের ২৭৪ জনের নাম স্থান পেয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী মেধাতালিকা নিয়মিত ওয়েবসাইট থেকে অনুসরণ করতে বলা হয়েছে।
পছন্দক্রম পূরণ ও বাছাই : মেধা তালিকাভুক্ত প্রার্থীদের আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত রুয়েটের ভর্তি পোর্টাল admission.ruet.ac.bd -তে লগইন করে বিভাগ নির্বাচন বা অনলাইন চয়েস ফরম পূরণ করতে হবে। এই সময়ের পর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে না। প্রকৌশল ও নগর অঞ্চল বিভাগের জন্য ১৩টি পছন্দ প্রদান করতে হবে, তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণ বাধ্যতামূলক নয়।
সশরীরে উপস্থিতি ও ভর্তি কার্যক্রম : ‘ক’ গ্রুপে মেধা তালিকার ১-১২০০ এবং ‘খ’ গ্রুপে স্থাপত্য বিভাগের ১-৩০ নম্বরধারীদের আগামী নির্ধারিত দিনে রুয়েট গেস্ট হাউস ও টিচার্স ডরমেটরিতে সশরীরে উপস্থিত হতে হবে। পাশাপাশি আসন খালি থাকলে ক গ্রুপে ১২০১-২০০০ নম্বরধারী এবং ‘খ’ গ্রুপে স্থাপত্য বিভাগের ৩১-৫০ নম্বরধারীদেরও ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এ ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫ আসনে মেধাক্রম অনুসারে ১৮ জন প্রার্থীকে ডাকা হয়েছে।
ভর্তির জন্য প্রার্থীদের সঙ্গে আনতে হবে ভর্তি ফরমের মুদ্রিত কপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল সনদপত্র এবং গ্রেডশিট, প্রশংসাপত্র, ছবি, পরীক্ষার প্রবেশপত্রসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় দলিল। সংরক্ষিত আসনের জন্য যথাযথ সনদপত্র জমা দিতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি ফি : ভর্তি কার্যক্রমের একদিনেই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষার জন্য ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট সঙ্গে আনতে হবে। চিকিৎসা পরীক্ষার ফরম ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে ১৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি রুয়েট শাখায় রূপালী ব্যাংকে জমা দিতে হবে।
প্রার্থীরা একই দিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে পারবেন।
মন্তব্য করুন