দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক তিন সচিব। জামালপুর-৫ আসনে নৌকার টিকিট পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ। সুনামগঞ্জ-৪ আসনে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক। এ ছাড়া নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।
রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ ২৯৮ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। বাকি দুটি আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।
জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন। তাকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের আস্থাভাজন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তিনি বিসিএস ’৮১ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে সুনামগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান। সেখানে সাবেক সচিব মোহাম্মদ সাদিককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ড. সাদিক ১৯৫৫ সালে সুনামগঞ্জ জেলার ধাড়ারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালের ২ মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সরকারের শিক্ষা সচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের টিকিট পাওয়া সৌরেন্দ্রনাথ চক্রবত্তী সৌরেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সিনিয়র সচিব। তিনি প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের (১৯৮৫) কর্মকর্তা। ২০১৮ সালের ৩০ জানুয়ারি পদোন্নতি পেয়ে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে যোগদান করেন।
মন্তব্য করুন