কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ফাঁকা দুটি আসন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুটি আসন ফাঁকা রেখে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করল ক্ষমতাসীন দলটি। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫।

রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের প্রার্থীদের নামের ঘোষণা করেন। এ দুটি ফাঁকা আসন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দুটি আসন আজ প্রকাশিত হচ্ছে না। এটি পরে প্রকাশ করা হবে।

জানা গেছে, এই আসন দুটি শরিকদের জন্য ফাঁকা রাখা হয়েছে। শরিকদের অন্য আসনগুলোতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় এই দুটি আসনে কেন দলীয় প্রার্থী দেওয়া হলো না তা নিয়ে চলছে গুঞ্জন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন কালবেলাকে বলেন, শরিকদের জন্য আসন দুটি ফাঁকা রাখা হতে পারে। তবে এখনও যেহেতু সময় আছে, দল কী সিদ্ধান্ত নেয় তা পরে জানা যাবে।

কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি ২০০৯ সাল থেকেই এ আসনে জাসদের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়ে আসছেন। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান। জাতীয় পার্টির এমপি নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমানের ভাই।

এর আগে, কুষ্টিয়া-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কেনেন ছয়জন। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুজ্জামান নবাব, সৈয়দ কামরুল আরিফিন ও রশিদুল আলম।

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দীপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল ও কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ মনোনয়নপত্র কেনেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১০

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

১১

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ

১২

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

১৩

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

১৪

কক্সবাজার সৈকত থেকে অর্ধশতাধিক টংঘর উচ্ছেদ

১৫

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ : ভিসি

১৬

কুলদীপের ঘূর্ণিতে ফলোঅন, তবু লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ

১৭

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু

১৮

যমুনা টিভির সিইওকে নিয়ে মিথ্যাচার

১৯

রিজওয়ান-সালমানের জুটিতে প্রথম দিনে স্বস্তিতে পাকিস্তান

২০
X