নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় যশোর-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য শাহীন চাকলাদারের কাছে আবারও ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচনী এলাকা-৯০, যশোর-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ সুজাতা আমিন ব্যাখ্যা চেয়ে এ আদেশ দিয়েছেন। তাকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আপনাকে গত ৩ ডিসেম্বর স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে সকাল ১০টায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হয়েছিল। যার প্রেক্ষিতে আপনি বেলা ১১টায় আপনার প্রতিনিধির মাধ্যমে অত্র নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করেছিলেন। আপনার করা ব্যাখ্যা অত্র নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে সন্তোষজনক না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার সময় আপনাকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এর আগে গত রোববার (৩ ডিসেম্বর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করা হয়। তাকে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও তলব করা হয়েছে।
প্রসঙ্গত, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার যশোর-৬ আসনে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকর মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
মন্তব্য করুন