দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনের মতো আপিল আবেদনের ওপর শুনানি চলছে। এ দিন মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাতিল হওয়া সংক্ষুব্ধ প্রার্থীদের ৫৯টি আপিলের শুনানি শেষ হয়েছে। এ সময় প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে ২৬ জনের এবং সিদ্ধান্ত পেন্ডিং (সিদ্ধান্ত পরে জানানো হবে) রয়েছে পাঁচজন প্রার্থীর।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এসব রায় ঘোষণা করেন।
এর আগে গতকাল (১০ ডিসেম্বর) প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৯৪টি আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৫৬ জনের প্রার্থিতা ফেরত, ৩২ জনের নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ শুনানি অনুষ্ঠিত হয়।
প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে মোট ৫৬১ আপিল পড়েছে নির্বাচন কমিশনে।
মন্তব্য করুন