কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ৪ আসনে আড়াই ঘণ্টায় ৪ ভোট কেন্দ্রে যা জানা গেল

ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : সংগৃহীত
ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকে ঢাকা-৪ আসনে ভোটারের সংখ্যা কম লক্ষ করা গেছে।

জুরাইন আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট দুটি কেন্দ্র। এরমধ্যে ৩০ নম্বর কেন্দ্রে ২ হাজার ৬৭৬ ভোটের বিপরীতে সকাল ১০টা পর্যন্ত পড়েছে ২৬১টি। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম কালবেলাকে এসব তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, ৩১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, তার কেন্দ্রে ২ হাজার ৫০৪ জন ভোটার রয়েছে৷ সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছে ১৫৮ জন। এ কেন্দ্রে নৌকা, ট্রাক আর লাঙল প্রতীকের এজেন্ট ছাড়া অনান্যদের এজেন্ট দেখা যায়নি। আব্দুল্লাহ আল মামুন বলেন, নৌকা, ট্রাক আর লাঙল ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট আসেনি। তবে আমাদের জন্য সবার দরজা খোলা।

দোলাইপাড় উচ্চ বিদ্যালয়েও মোট দুটি কেন্দ্র। ১১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আকছাসুজ্জামান নুরী কালবেলাকে জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪০ জনের মধ্যে সাড়ে ১০টা পর্যন্ত ২০০ জন ভোট দিয়েছেন। তার দাবি, শীতের কারণে ভোটার কম বলে আমরা মনে করছি।

১২ নম্বর কেন্দ্রে ২ হাজার ৯৬২ ভোটারের মধ্যে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন ১৪৩ জন। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবুল বাশার জানান, নৌকা, লাঙল, হাতঘড়ি এবং ট্রাক ছাড়া অনান্য প্রার্থীর এজেন্টরা আসেননি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম।

লাঙল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ২০১৪ সাল থেকে এ আসনের সংসদ সদস্য। গত দুটি নির্বাচনেই জাপাকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক প্রতীক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব। এই আসনের ৯ জন প্রার্থীর মধ্যে অন্যরা হলেন স্বতন্ত্র মনির হোসেন স্বপন (ঈগল), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম ঠান্ডু (সোনালী আঁশ), কল্যাণ পার্টির ইয়াসিন হোসেন পাভেল (হাত ঘড়ি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সাহেল আহমেদ সোহেল (ছড়ি), ইসলামী ঐক্যজোটের শাহ আলম তাহের (মিনার) ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল (কাপ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১০

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১১

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৩

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৪

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৫

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৬

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৭

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৮

যুবদল নেতাকে বহিষ্কার

১৯

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

২০
X